Training And Workshop

বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে পরিচালিত

“ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম” ২য় ব্যাচের  ফাউন্ডেশন কোর্স
আজ ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার,  বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার- এর উদ্যোগে ‘ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম’ ২য় ব্যাচের ফাউন্ডেশন কোর্স দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শাহ আবদুল হান্নান সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমফিল ও পিএইচডি গবেষণারত প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন।
সংস্থার নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলামের উদ্বোধনী বক্তেব্যের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহাম্মদ তারেক, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী ও গবেষক মোহাম্মদ নাছের উদ্দিন।
প্রথম সেশন- Fundamental of Islamic research শিরোনামে সেশন পরিচালনা করেন-
ইন্সট্রাক্টর : Dr. Md. Ruhul Amin Rabbani বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ,মানারাত ইউনিভার্সিটির।
 
দ্বিতীয় সেশন : Research gap and title শিরোনামে সেশন পরিচালনা করেন-
ইন্সট্রাক্টর : ড. মোহাম্মদ তারেক, প্রফেসর, পরিসংখ্যান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
 
তৃতীয় সেশন : Research synopsis and defense শিরোনামে সেশন পরিচালনা করেন-
ইন্সট্রাক্টর : Nasir Uddin পিএইচডি গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ,ঢাকা।
 
আমন্ত্রিত প্রশিক্ষণার্থীবৃন্দ অধিকাংশই এমফিল, পিএইচডি গবেষক ও গবেষণা করতে আগ্রহী।
অনুষ্ঠান শেষে রিসার্চ ফেলোদের হাতে "বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার" কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক জার্নাল ইসলামী আইন ও বিচার-এর সকল সংখ্যা উপহার হিসেবে প্রদান করা হয়।

 বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে পরিচালিত

“ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম”-এর ফাউন্ডেশন কোর্স
 
আলহামদুলিল্লাহ। ১৪ সেপ্টেম্বর-২০২৪ শনিবার সম্পন্ন হলো বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে পরিচালিত “ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম”-ফাউন্ডেশন কোর্স।উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির চেয়ার অলংকৃত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক। প্রধান অতিথির একজন ইসলামী গবেষকের করণীয় ও বর্জনীয় বিষয়াদি, গবেষণার ক্ষেত্রে তুরাছি কিতাব থেকে সহায়তা গ্রহণের পদ্ধতি, শিরোনাম ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। "Research methodology" এর উপর সামগ্রিক ধারণা দেন, রিসার্চ কিভাবে শুরু করতে হয়, রিসার্চের আগে লক্ষণীয় বিষয়াবলী কি কি, একজন ইসলামী গবেষক গবেষণার ক্ষেত্রে কোন বিষয় নির্বাচন করবেন এবং কিভাবে শুরু করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
প্রথম সেশন- Fundamental of Islamic research শিরোনামে সেশন পরিচালনা করেন-
ইন্সট্রাক্টর : Dr. Md. Ruhul Amin Rabbani বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ,মানারাত ইউনিভার্সিটির।
 
দ্বিতীয় সেশন : Research gap and title শিরোনামে সেশন পরিচালনা করেন-
ইন্সট্রাক্টর : ড. মোহাম্মদ তারেক, প্রফেসর, পরিসংখ্যান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
 
তৃতীয় সেশন : Research synopsis and defense শিরোনামে সেশন পরিচালনা করেন-
ইন্সট্রাক্টর : Nasir Uddin পিএইচডি গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ,ঢাকা।
 
আমন্ত্রিত প্রশিক্ষণার্থীবৃন্দ অধিকাংশই এমফিল, পিএইচডি গবেষক ও গবেষণা করতে আগ্রহী।
অনুষ্ঠান শেষে রিসার্চ ফেলোদের হাতে "বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার" কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক জার্নাল ইসলামী আইন ও বিচার-এর সকল সংখ্যা উপহার হিসেবে প্রদান করা হয়।

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর  আয়োজনে

ইসলামী গবেষণার রীতি পদ্ধতি শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর  উদ্যোগে পল্টনস্থ বাগিচা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার মিলনায়তনে গত ৭ ও ৮ অক্টোবর-২০২৩ শনি ও রবিবার ২ দিনব্যাপি ‘ ইসলামী গবেষণার রীতি পদ্ধতি’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শহীদুল ইসলাম।
প্রশিক্ষণের বিষয়সমূহ : গবেষণা প্রস্তাবনা, তথ্য-উপাত্ত সংগ্রহ, থিসিস লিখন, রেফারেন্স সিস্টেম, সেমিনার প্রবন্ধ রচনার কৌশল, একাডেমিক জার্নালে প্রবন্ধ প্রকাশের প্রক্রিয়া।
উল্লেখিত গবেষণার পদ্ধতি ও প্রায়োগিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ তারেক এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি/এমফিল গবেষক ও মাস্টার্স এর অর্ধশত শিক্ষার্থী উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
ট্রেনিং শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ শামছুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পফেসর ড. মুহাম্মদ তারেক, মানারাত ইন্টারনেশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী এবং বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শহীদুল ইসলাম।

ইসলামিক স্টাডিজ বিভাগ লিডিং ইউনিভার্সিটি ও  ইসলামিক ল’ রিসার্চ সেন্টার-এর যৌথ উদ্যোগে
“গবেষণার রীতি ও কৌশল” শীর্ষক দিন ব্যাপী কর্মশালা
১৩ ডিসেম্বর রোজশুক্রবার সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি এবং বাংলাাদেশ ইসলামিক ল' রিসার্চ সেন্টার এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ইসলামি বিষয়ে গবেষনার রীতি ও কৌশল" শীর্ষক রিসার্চ ট্রেনিং অনুষ্ঠিত হয়।ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ফজলে এলাহী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রেনিং সেশনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় ভিসি প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম রাকিব উদ্দিন এবং ল' রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম। ট্রেনিং পরিচালনা করেন ড. মুহাম্মদ রুহুল আমিন।উক্ত ট্রেনিং এ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শতাধিক গবেষক উপস্থিত ছিলেন।

ইসলামিক স্টাডিজ বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও  ইসলামিক ল’ রিসার্চ সেন্টার-এর যৌথ উদ্যোগে
“গবেষণার রীতি ও কৌশল” শীর্ষক দিন ব্যাপী কর্মশালা
“ইসলামের সর্বজনীন কল্যাণ ও সৌন্দর্য পুনরুদ্ধারে গবেষণা করতে হবে”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. মীজানুর রহমান
গতকাল ২৮ জুলাই-২০১৯, রবিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ ও  বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর যৌথ উদ্যোগে “গবেষণার রীতি ও কৌশল” শীর্ষক দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচাযর্, বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মীজানুর রহমান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আমিন-এর সভাপতিত্বে ও ড. মোহাম্মদ রেজাউল হোসাইন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কলা অনুষদের ডিন, অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান, অধ্যাপক ড. মোঃ আব্দুল ওয়াদুদ, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.-এর ডিএমডি জনাব আবুরেজা মোঃ ইয়াহিয়া, ইসলামিক ল’ রিসার্চ সেন্টার-এর নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম এবং কর্মশালা বাস্তবায়ন কমিটির আহবায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মোস্তফা কামাল। আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ তারেক, ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক, সহকারী অধ্যাপক তারেক বিন আতিক, সহকারী অধ্যাপক মুহাম্মদ ছালেহ উদ্দিন, সহকারী অধ্যাপক মুহাম্মদ কামরুল ইসলাম, সহকারী অধ্যাপক মুহাম্মদ আহসান উল্লাহ, সহকারী অধ্যাপক মুহাম্মদ খাইরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোবারক হোসেন, সহকারী অধ্যাপক আতিয়ার রহমানসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
কর্মশালায় প্রথম সেশন পরিচালনা করেন বিশিষ্ট গবেষক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এইচ এম জেহাদুল করিম এবং দ্বিতীয় সেশন পরিচালনা করেন ইসলামিক ল’ রিসার্চ সেন্টার-এর সহকারি পরিচালক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহনকারীদের হাতে সনদ তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া। এই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডিতে গবেষণারত তিনশতাধিক গবেষক অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মীজানুর রহমান বলেন, একসময় মুসলমানরাই ছিল জ্ঞান-গবেষণায় অগ্রগামী। নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে মুসলিম মনীষীগণই বিশ্বকে আলোর পথ দেখিয়েছেন কিন্তু এক্ষেত্রে এখন শুন্যতা তৈরী হয়েছে। মুসলমানরা এখন জ্ঞান-গবেষণা ত্যাগ করে নানা কুসংস্কার ও গোড়ামিতে নিমজ্জিত। গবেষণার মাধ্যমে যাবতীয় অন্ধকার দূর করে ইসলামের সর্বজনীন কল্যাণ ও সৌন্দর্য তোলে ধরা ইসলামিক স্কলার ও গবেষকদের কাজ। তিনি বলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক ও গবেষকগণ ইসলামী গবেষণার শুন্যতা পূরণে সক্ষম হবেন বলে আমি আশা করি।
বর্তমান সময়ের চাহিদা পূরণে “গবেষণার রীতি ও কৌশল” শীর্ষক কর্মশালা আয়োজনের জন্য বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টার ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আজকের এই কর্মশালায় বিপুল সংখ্যক গবেষকের অংশ গ্রহণ খুবই আশাব্যাঞ্চক, এই উদ্যোগ গবেষণার ক্ষেত্রে মাইল ফলক হয়ে থাকবে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একাডেমিক গবেষণা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত


বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর  উদ্যোগে পল্টনস্থ এবিসি মিলনায়তনে গত ২০ জানুয়ারি-২০১৮ শনিবার দিনব্যাপি ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একাডেমিক গবেষণা’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শহীদুল ইসলাম।
একাডেমিক গবেষণার পদ্ধতি ও প্রায়োগিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়-এর প্রভাষক তারেক মুহাম্মদ জায়েদ এবং বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর সহকারী পরিচালক ড. মুহাম্মদ রুহুল আমিন। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিএইচডি/এমফিল গবেষক ও মাস্টার্স এর অর্ধশত শিক্ষার্থী উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।


“ইসলামী গবেষণার রীতি ও কৌশল” শীর্ষক ওয়ার্কশপ

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে পল্টনস্থ এবিসি মিলনায়তনে ১৬ মার্চ-২০১৯ শনিবার দিনব্যাপি ‘ইসলামী গবেষণার রীতি ও কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাবেক সচিব শাহ আবদুল হান্নান ।
একাডেমিক গবেষণার পদ্ধতি ও প্রায়োগিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন, ইসলামী আইন ও বিচার জার্নাল-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মদ রুহুল আমিন এবং বাংলা বানান ও ব্যাকরণ-এর প্রায়োগিক কৌশল সম্পর্কে আলোচনা করেন মুফতী মুহিউদ্দীন কাসেমী। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি/এমফিল গবেষক, মাস্টার্স-এর শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন কওমী মাদরাসায় ইফতা বিভাগে গবেষণারত আলেমগণ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আবদুল মাবুদ এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ সিরাজ উদ্দীন আহমেদ।
কর্মশালা সম্পর্কে অভিব্যক্তি ব্যাক্তকরেন ঢাবি এর সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, মিডিয়াব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ, ঢাকা ব্যাংকের কর্মকর্তা মো. কামারুজ্জামান এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা জাহিদুজ্জামান প্রমুখ।