একবিংশ শতাব্দী, প্রযুক্তি এবং তার নানাবিধ ব্যবহার আমাদেরকে চমৎকার এক ক্ষণে এনে দাঁড় করিয়েছে। নিত্যকার কাজ যেমন চোখের নিমেষে করে দিচ্ছে, যাকে যখন দেখতে চাই হাতের নাগালে এনে হাজির করছে, কথা বলা যাচ্ছে, হাসি কান্না সব নিজ চোখে দেখে নেওয়া যাচ্ছে। এবং, এই সবকিছুর পর একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল, পরিবারগুলোকে সুন্দর রাখা, স্বাস্থ্যকর রাখা এবং টিকিয়ে রাখা।
BILRC Family Aid এই কাজটিতে আপনাদের সাথে থাকতে চায়। এজন্য মূলত চারটি ধারায় কাজ পরিচালিত হবে।
১। আইনগত সহায়তা প্রদানঃ পরিবার বিষয়ক, মোহরানা ও উত্তরাধিকার বিষয়ক, এবং শিশু অধিকার বিষয়ে আইনি পরামর্শ এবং সহায়তা প্রদানের জন্য আছেন সুদক্ষ আইনবিদদের সমন্বয়ে তৈরি একটি টিম।
২। কাউন্সিলিংঃ মানসিক সহায়তা, কাপল কাউন্সেলিং, শিশুর কাউন্সেলিং, ইত্যাদি বিষয়ে পরামর্শ এবং ধারাবাহিক সেবা দিতে প্রস্তুত আছেন স্বনামধন্য মনোবিদ এবং মনোচিকিৎসকদের টীম।
৩। সালিসিঃ পরিবারের সদস্যদের মধ্যে বিবাদের সুষ্ঠু এবং ইনসাফপূর্ণ সমাধানের জন্য কাজ করবেন একটি টীম।
৪। নারী ও শিশু অধিকার বিষয়ক সচেতনতাঃ নারী, শিশুসহ পরিবারের সকল সদস্যের অধিকার এবং কর্তব্য বিষয়ক সচেতনতা এবং সক্রিয়তা সৃষ্টির জন্য আছেন অভিজ্ঞ আলেম, সমাজবিদদের একটি টীম।
আসুন, কথা বলুন। যে সমস্যাটিকে আপনি হয়ত মেনেই নিয়েছেন, তার সমাধানের চাবি আপনার হাতেই।
BILRC Family Aid এর সেবার ধরণগুলো কি কি, আসুন জেনে নিই।
1. ইসলামিক শরিয়া আইন সম্মতভাবে এবং দেশজ আইনের মাধ্যমে যে কোন ধরনের আইনগত সহায়তা প্রদান করা হবে।
2. এজন্য বিশেষ ছাড়ে, একটি অভিজ্ঞ আইনজীবী প্যানেলের সাথে লিয়াজোঁ থাকবে।
3. সংস্থাটি কেবলমাত্র সমস্যাটি নির্ণয় করবে সত্যতা যাচাইয়ের চেষ্টা করবে এবং সমাধানের উপায় বের করার চেষ্টা করবে।
4. ধরনের সমস্যা আইন-আদালত অব্দি না নিয়ে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে সমাধান করা যায় সেই চেষ্টা করবে।
5. ভিকটিমকে আইনগত সহায়তা প্রদানের পাশাপাশি মাধ্যমে স্বাভাবিক জীবনে ফেরত আনার চেষ্টা করবে।
6. কলেবর বৃদ্ধি হলে ভুক্তভোগীদের পুনর্বাসনে সহায়তা করবে ইনশাআল্লাহ।
সার্বিক যোগাযোগ
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার
৫৫/বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার, সুট-১৩/বি, লিফট-১২, ঢাকা-১০০০
ফোন : ০২-২২৩৩৫৬৭৬২, ০১৭৬১-৮৫৫৩৫৭ (অফিস সময়: সকাল-10.00-বিকাল 5.30)