Previous Seminar & Round Table

‘বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগাল এইড সেন্টার’ কর্তৃক আয়োজিত
“আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান মুসলিমদের চর্চা : পরিপেক্ষিত বাংলাদেশ” শীর্ষক একটি একাডেমিক আলোচনা সভা
“আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান মুসলিমদের চর্চা : পরিপেক্ষিত বাংলাদেশ” শীর্ষক একটি একাডেমিক আলোচনা সভা
৯ জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় “বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার”-এর উদ্যোগে “আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান মুসলিমদের চর্চা : পরিপেক্ষিত বাংলাদেশ” শীর্ষক একটি একাডেমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রবীন ব্যাংকার নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও আইবিসিএফ এর চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান। কিনোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ইউনির্ভাসিট অব নর্থ ক্যারোলিনা, পেমব্রোক, মার্কিন যুক্তরাষ্ট্র-এর সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ নোমান। আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোঃ বেলায়েত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাবের আহমেদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, বিশিষ্ট শরীআহ গবেষক মুফতি আব্দুল্লাহ মাসুম,সেন্ট্রাল শরীআহ বোর্ড-এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহ শরীফ, বিশিষ্ট ব্যাংকার জিল্লুর রহমান পাটোয়ারী ও এম জাওয়াদুল হক, আকিজ ফুড এন্ড বেভারেজের এর সাবেক এমডি নাজির এ জিলানী, ব্যাংকার ও গবেষক রহমাতুল্লাহ খন্দকার ।
আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নুরুল্লাহ, ড. ইব্রাহিম খলিল, ড. খাইরুল ইসলাম, ড. রেজাউল হোসাইন, মানারাত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. রুহুল আমিন রব্বানী, আইডিয়েল টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড. তারেক মুহাম্মদ জায়েদ,বিআইইউ এর সহকারি অধ্যাপক ইকবাল মাহমুদ সোহেল,সেন্ট্রাল শরীআহ বোর্ড এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা ড.সৈয়্যদ সাখাওয়াতুল ইসলাম ,আইবিসিএফ এর সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন, এড. সাজ্জাদ সারোয়ার, এড. আব্দুল করীমসহ অনেক গবেষক,শিক্ষাবিদ ও ব্যাংকার।
ড. আব্দুল্লাহ নোমান আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান মুসলিমদের চর্চার চিত্র উপস্থাপন করে বলেন, আমেরিকার মোট জনগোষ্ঠীর দুইভাগের কম মুসলিম জনগোষ্ঠি, যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । বস্তুত মুসলিমরা অভিবাসী, তারা ইসলামের বিধি-বিধান সম্পর্কে সচেতন হয়ে ওঠছে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শরীআহ অনুমোদিত প্রডাক্টের চাহিদা জোরালো হচ্ছে । তবে ব্যক্তিগত ও পারিবারিক ভাবে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে তারা ইসলামের চর্চার প্রতি মনোযোগী এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ড. নোমান আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমগণ সীমিত পরিসরে ইসলামিক ফাইন্যান্স প্রয়োগের সুযোগ পেয়ে থাকে। অপরদিকে বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্স এর ব্যাপক চর্চা করা সম্ভব হচ্ছে, যেহেতু এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে বিপুল সংখ্যক ইসলামিক আর্থিক প্রতিষ্ঠান এবং শরীআহ সামঞ্জস্যপূর্ণ ফাইন্যান্সিয়াল সেবা রয়েছে।
সভাপতির ভাষণে জনাব নুরুল ইসলাম খলিফা বলেন, ইসলাম জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথ নির্দেশ করে। সত্যিকার মুসলিম হতে হলে আমাদেরকে ইসলামী জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে, জ্ঞানের নির্দেশনা ব্যক্তি ও সমাজ জীবনে প্রয়োগ করতে হবে।
তিনি আরো বলেন, আমেরিকান মুসলিমগণ জাগতিক জ্ঞান- বিজ্ঞানে অগ্রসর আর বাংলাদেশের মুসলিমগণ ব্যক্তি জীবনে ইসলাম চর্চায় অগ্রগামী। উভয় দেশের মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরালো হলে সবাই উপকৃত হবে। জনাব নুরুল ইসলাম খলিফা আরো বলেন,ইসলামী আইনের সর্বজনীন কল্যাণ ও উপকারিতা জনসম্মুখে তোলে ধরার জন্য এবং ইসলামী জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমাণে ল’ রিসার্চ সেন্টার খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে,এই কার্যক্রম আরো জোরদার করার জন্য তিনি বিত্তবান দীনদার ব্যক্তি প্রতিষ্ঠানের কর্ণধারদের এগিয়ে আসার অনুরোধ করেন।
প্রধান অতিথির আলোচনায় জনাব আব্দুল মান্নান বলেন, মার্কিন মুসলমানদের মধ্যে এখন একটা জাগরণ এসেছে। তারা পরিপূর্ণ ইসলামী জীবনযাপনের প্রতি মনোযোগী হচ্ছে। জাগতিক জ্ঞানের দিক থেকে তারা যেমন অগ্রসর হয়েছে ইসলামী শরীআহর জ্ঞান চর্চায়ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এমতাবস্থায় বাংলাদেশ ও আমেরিকার মুসলমানদের মধ্যে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বৃদ্ধি করতে পারলে উভয় দেশের মুসলমানরা আরো সমৃদ্ধ হবে।
‘বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগাল এইড সেন্টার’ কর্তৃক আয়োজিত
"বিপ্লবোত্তর বাংলাদেশের সংবিধানঃ গণপ্রত্যাশা" শীর্ষক গোলটেবিল বৈঠক
বিপ্লব পরবর্তী বাংলাদেশের সংবিধান, সংস্কার নয়,নতুন করে প্রণয়ন করতে হবে
জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে মানুষের প্রত্যাশা নতুন একটি সংবিধান । যে সংবিধান ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশের সকল মানুষের স্বাধীনতা ও অধিকার সুনিশ্চিত করবে। সংখ্যাগরিষ্ট মানুষের ধর্মীয় বোধ, নীতি-নৈতিকতার সুরক্ষাসহ সকল ধর্মের মানুষের ধর্মকর্মের সুরক্ষা দেবে। কারো প্রতি কারো বৈষম্য বঞ্চনার অবকাশ থাকবে না।
৫ অক্টোবর, শনিবার, জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগাল এইড সেন্টার’ কর্তৃক আয়োজিত "বিপ্লবোত্তর বাংলাদেশের সংবিধানঃ গণপ্রত্যাশা" শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচকবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এ প্রস্তাব করেন।
আলোচকবৃন্দ বলেন, বিদ্যমান সংবিধানে বহু স্ববিরোধিতা রয়েছে।সংবিধান, বিচার ও নির্বাচনব্যবস্থার মধ্যে যাতে সাংঘর্ষিক বিধি না থাকে এজন্য গঠিত ৩টি কমিশনের মধ্যে সমন্বয় থাকতে হবে।
গোলটেবিল আলোচনায় সর্বসম্মত প্রস্তাব করা হয় যে, বিগত ৫ আগস্টে পতিত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের সংবিধানসহ প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলংকিত করেছে। তারা বিচার, প্রশাসন, নির্বাচনীব্যবস্থাকে এতটাই দলীয়করণ করেছে যে, এই সংবিধানকে সংস্কার করে নতুন বাংলাদেশকে সাজানো সম্ভব নয়। ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের গণমানুষের আকাঙ্খাকে আমলে নিয়ে সম্পূর্ণ নতুন একটি সংবিধান উপহার দিবেন বলে গোলটেবিল অনুষ্ঠানের বিজ্ঞ আলোচকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মোবায়েদুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ডক্টর আব্দুল লতিফ মাসুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মাইমুল আহসান খান, সংবিধান বিশেষজ্ঞ সাবেক বিচারক ইকতেদার আহমেদ, সাবেক বিচারক ও সংবিধান বিশেষজ্ঞ মাসদার হোসেন, ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন, ব্যারিস্টার সানী আবদুল হক, সাবেক বিচারক ও আইনজীবী এডভোকেট আব্দুর রহমান, ইসলামি চিন্তাবিদ ডক্টর মীর মানজুর মাহমুদ, ইসলামিক স্কলার মুফতি আল-আমীন কাসেমী, কলামিস্ট ও সমাজচিন্তক ডক্টর নুরুল আমিন, ইসলামিক একটিভিস্ট মনযুরুল হক প্রমুখ। এ গোলটেবিল বৈঠকে অর্ধ শতাধিক আইনজীবী, শিক্ষাবিদ, সাংবাদিক, রাষ্ট্রচিন্তক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

এ যাবৎ সংস্থা কর্তৃক আয়োজিত সেমিনার, আলোচনা, মতবিনিময়, গোলটেবিল সভা ইত্যাদির বিষয় ও শিরোনাম
ক্রমিক বিষয় শিরোনাম ক্যাটাগরি  ভেন্যু তারখ
44 ১৯তম বার্ষিক সাধারণ সভা বার্ষিক সাধারণ সভা এবিসি মিলনায়তন ০৩ ফেব্রুয়ারি-২০১৮
43 How to Write an Academic Research paper Daylong Workshop ABC Auditorium 20 January-2018
42 Present Situation of Institutional Law Research in Bangladesh Exchange of Views Meeting Auditorium of Law Research Centre April  09, 2014
41 The People of Bangladesh and The Constitution Seminar Auditorium of Law Research Centre March 22, 2014
40 আল-মাওসূআতুল ফিক্হিয়্যাহ গ্রন্থের ‘ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত’ আইনসমূহের ওপর ওয়ার্কশপ ওয়ার্কশপ ল’ রিসার্চ মিলনায়তন ০৮ ফেব্রুয়ারি ২০১৪
39  আলোচনা সভা ও ইফতার মাহফিল আলোচনা সভা রিসার্চ মিলনায়তন ২৮ জুলাই ২০১২
38  পুরস্কার বিতরনী ও আলোচনা সভা সীরাতুন্নবী স. উপলক্ষে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউন্স ২৮ ফেব্র“য়ারি-২০১২
37 বার্ষিক সাধারণ সভা বার্ষিক সাধারণ সভা বাংলাদেশ কো-অপারেটিভ সোসাইটি মিলনায়তন ০৭ জানুয়ারি-২০১২
36 Training Progrim Training বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট ১৮,১৯,২৫,২৬ নভেম্বর, ২,৩ ডিসেম্বর-২০১১
35 ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম ও আইন পেশায় নৈতিকতা ঃ রমযানের শিক্ষা আলোচনা সভা
ইফতার মাহফিল
১ নং হল বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশন ভবন ১৭ আগস্ট ২০১১
34 ন্যায়বিচার প্রতিষ্ঠায় রমযানের শিক্ষা আলোচনা সভা বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট ১৩ আগস্ট ২০১১
33 Workshop & Discussion Research & Writing In Islamic law Workshop রিসার্চ মিলনায়তন ১১ জুন ২০১১
32 Lecture Series On The Holy Quran 2nd  session Lecture Series রিসার্চ মিলনায়তন ২৮ মে, ২০১১
31 Lecture Series On The Holy Quran 1st   session Lecture Series রিসার্চ মিলনায়তন ৯ এপ্রিল ২০১১
30 রাসূল স. প্রতিষ্ঠিত মদীনার সমাজ ও রাষ্ট্রের বৈশিষ্ট এবং বিচার ব্যবস্থা সীরাতুন্নবী স. আলোচনা সভা ও পুরস্কার বিতরনী জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউন্স ১৯ মার্চ ২০১১
29 Workshop on Islamic Law Workshop Research Burro 24 February-2011
28 বার্ষিক সাধারণ সভা বার্ষিক সাধারণ সভা রিসার্চ মিলনায়তন ০৮ জানুয়ারি-২০১১
27 ইসলামী আইন গবেষণা ক্ষেত্র এবং প্রাসঙ্গিক বিষয় আলোচনা সভা রিসার্চ মিলনায়তন ১৩ নভেম্বর ২০১০
26 আল কুরআন ভিত্তিক বক্তৃতামালা   রিসার্চ মিলনায়তন ১৩ নভেম্বর-২০১০
25 সংবিধান প্রণয়ন ও সংশোধন এবং জাতির আশা-আকাঙ্খা গোলটেবিল বৈঠক জাতীয় প্রেসক্লাব ভি আই পি লাউন্স ১৫ অক্টবর ২০১০
24 রোযা তাক্ওয়া অর্জনের সর্বোত্তম পন্থা সেমিনার ও ইফতার মাহফিল ইম্পেরিয়াল হোটেল ইন্টারন্যাশনাল, ঢাকা ৩০ আগস্ট ২০১০
23 ফতোয়ার অপপ্রয়োগজনিত পরিস্থিতি আইন ও শরীয়ার নির্দেশনা গোলটেবিল বৈঠক জাতীয় প্রেসক্লাব ভি আই পি লাউন্স ১১ জুন ২০১০
22 পুলিশ রিমান্ড  নৈতিক, মানবিক ও আইনী দৃষ্টিকোণ সেমিনার রিসার্চ মিলনায়তন ১২ ডিসেম্বর ২০০৯
21 সংবিধানের পঞ্চম সংশোধনী ও বিভিন্ন প্রস্তাব ঃ নৈতিক ও আইনী পর্যালোচনা সেমিনার রিসার্চ মিলনায়তন ৩১ আগস্ট ২০০৯
20 ইসলামী আইনে সম্পদ অর্জন ও ব্যয়ের নীতিমালা সেমিনার ও
ইফতার মাহফিল
বাগিচা চাইনিজ রেস্টুরেন্ট ৩১ অক্টোবর ০৯
19 আধুনিক রাষ্ট্রে ইসলামী আইন প্রণয়ন ঃ সুযোগ ও সম্ভাবনা সেমিনার রিসার্চ মিলনায়তন ২৫ জুলাই ২০০৯
18 ক্রমবর্ধমান অপরাধ দমনে প্রচলিত আইন ও ইসলামী আইন সেমিনার রিসার্চ মিলনায়তন ২৭ জুন ২০০৯
17 আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় নৈতিকতার প্রয়োজনীয়তা ও গুরুত্ব সেমিনার জাতীয় প্রেসক্লাব হল রুম ২২ মে ২০০৯
16 ইসলামী আইনে জননিরাপত্তা সেমিনার রিসার্চ মিলনায়তন ১৮ এপ্রিল ২০০৯
15 জাতীয় নারী উন্নয়ন নীতি ২০০৮ঃ জাতীয় ঐক্যমত প্রয়োজন গোলটেবিল বৈঠক জাতীয় প্রেসক্লাব ভি আই পি লাউন্স ১৪ মে ২০০৮
14 Prioritiesof of Islamic Fiqh in the Modern time সেমিনার Research Auditorium 25 April 2008
13 আল-মাওসূআতুল ফিকহিয়্যাহ ও ইসলামী আইন গবেষণা শীর্ষক সম্মেলন

গবেষক ও লেখক সম্মেলন

রিসার্চ মিলনায়তন, শ্যামলী ১১ এপ্রিল ২০০৮
12 জাতীয় নারী উন্নয়ন নীতি ‘২০০৮  একটি পর্যালোচনা সেমিনার জাতীয় প্রেসক্লাব হল রুম ২৫ মার্চ ২০০৮
11 Islamic Law and its Application in the Contemporary Time Int’l Seminar Biam Auditoriumm, Dhaka 11,12 January -2008
10 মতবিনিময় সভা ও ইফতার মাফিল মতবিনিময় সভা রমনা চাইনিজ এন্ড থাই ফুড লি. ২০ সেপ্টেম্বর ২০০৭
09 ইসলামে সর্বজনীন মানবাধিকার প্রেক্ষিত অমুসলিম অধিকার সেমিনার ও
ইফতার মাহফিল
রিসার্চ মিলনায়তন ২৪ ফেব্র“য়ারি-২০০৭
08 বাংলাদেশে ইসলামী আইন গবেষণা ও করণীয় মতবিনিময় সভা ও ইফতার মাহফিল রিসার্চ মিলনায়তন ৩০ সেপ্টেম্বর ২০০৬
07 ইসলাম ও সন্ত্রাস : প্রেক্ষিত বাংলাদেশ সেমিনার জাতীয় প্রেসক্লাব মিলনায়তন ২৫ ডিসেম্বর ২০০৫
06 মুসলিম পারিবারিক আইন ওলামায়ে কেরামের মত বিনিময় সভা মত বিনিময় সভা হামর্দদ মিলনায়তন ৩ মার্চ ২০০৫
05 আধুনিক মুসলিমরাষ্ট্রে  ইসলামী আইন : সমস্যা ও সম্ভাবনা সেমিনার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন ২৬ মে ২০০৪
04 Terrorism Against Democracy & Humanity ন্যাশনাল সেমিনার জাতীয় প্রেসক্লাব ভি আই পি লাউন্স ২৮ সেপ্টেম্বর ২০০১
03 বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতি সেমিনার জাতীয় প্রেসক্লাব ভি আই পি লাউন্স ৮ সেপ্টেম্বর ২০০০
02 ইসলামী আইন সম্পর্কে বিভিন্ন মহলের উদ্দেশ্যমূলক অপপ্রচারের মোকাবেলায় আমাদের করনীয় মতবিনিময় সভা রিসার্চ মিলনায়তন ১৪ মার্চ
01 ইসলামী আইন ও বিচার ব্যবস্থা কায়েমে ওলামা মাশায়েখগণের ভূমিকা আলোচনা সভা হামদর্দ মিলনায়তন