সার্টিফিকেট কোর্স ইন বেসিক উসূলুল ফিকহ
==========================================
আল্লামা ইবনে খালদুন রহ. বলেন, উসূলুল ফিকহ হলো, শরয়ী জ্ঞানের মধ্যে অধিক উপকারী একটি শাখা। এ বিষয়ের অধ্যয়ন ছাড়া শরয়ী জ্ঞানে গভীরতা অর্জন সম্ভব নয়। এ বিষয়ের অর্জিত জ্ঞান আমাদেরকে ফুকাহায়ে কেরামের মতপার্থক্য অনুধাবন করতে পথ দেখায়, কুরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা এবং ভুল ব্যাখ্যার মধ্যে পার্থক্য নির্ণয় করতে সাহায্য করে এবং মুজতাহিদ আলিমদের ইজতিহাদের পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা দেয়। তাছাড়া নতুন নতুন মাসআলায় সমসাময়িক আলিমরা কিভাবে সিদ্ধান্ত প্রদান করেন, তার পদ্ধতিও বুঝতে সাহায্য করে।
শরয়ী বিষয়ে সিদ্ধান্ত দানের ক্ষেত্রে উসূলুল ফিকহের এ গুরুত্বকে বিবেচনায় এনে বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার ও কানুন একাডেমি বাংলাদেশ যৌথভাবে আয়োজন করেছে সার্টিফিকেট কোর্স ইন বেসিক উসূলুল ফিকহ।
কোর্সের বৈশিষ্ট্য
সম্পূর্ণ অনলাইন
মেয়াদ তিন মাস
১২টি টপিক
২৪টি ক্লাস
৪৮ঘন্টা
কোর্স শেষে মূল্যায়ন
প্রাক যোগ্যতা
কওমী, আলিয়া, জেনারেল যেকোনো ধারায় স্নাতক অথবা স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।
চিফ ইন্সট্রাক্টর ও সার্বিক তত্ত্বাবধান
প্রফেসর ড. মুহাম্মদ আমানুল্লাহ
ফিকহ এন্ড উসূলুল ফিকহ ডিপার্টমেন্ট
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া
আরও ক্লাস নিবেন
প্রফেসর ড. আবু উমর ফারুক আহমাদ
গাইডেন্স কলেজ, ইউএসএ
ড. মুহাম্মদ মানজুরে ইলাহী
সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ
জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর
প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীন
চেয়ারম্যান, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
ড. মুফতী ইউসুফ সুলতান
আন্তর্জাতিক খ্যাতিমান শরীআহ স্কলার, মালয়েশিয়া
শায়খ ওবায়দুল্লাহ মল্লিক কাসেমী
পিএইচডি স্কলার, আলিয়া বিশ্ববিদ্যালয় কলিকাতা
মুফতী আব্দুল্লাহ জারীর
উসূলুল ফিকহ বিশেষজ্ঞ, বাংলাদেশ
কোর্স কোঅর্ডিনেটর
ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী
বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শরীআহ স্কলার
কোর্সের সুবিধা
ক্লাসের রেকর্ড প্রদান
সার্বক্ষণিক সাপোর্ট
কোর্স শেষে সনদ প্রদান
কোর্স শেষে অংশগ্রহণকারীগণের অর্জন
উসূলুল ফিকহ এর মৌলিক বিষয়গুলো রপ্ত করতে পারবেন;
শরীআহ বিষয়ে সিদ্ধান্তদানের নীতিমালা অবগত হবেন;
কুরআন ও সুন্নাহর মূল পাঠ তথা নস অনুধাবনে পারদর্শী হবেন;
ফকীহগণের মতপার্থক্যের কারণ অনুধাবনে দক্ষ হবেন;
তুলনামূলক ফিকহের মূলনীতি বিষয়ে সম্যক ধারণা অর্জন করবেন।
কোর্স ফি
১২০০০/- (বারো হাজার টাকা মাত্র) ×
১ম ব্যাচে ৫০% ছাড়ে মাত্র ৬০০০/- (ছয় হাজার) টাকা √
শিক্ষার্থী ও গ্রুপ রেজিস্ট্রেশনে বিশেষ ছাড়!
ফি প্রদানের পদ্ধতি
ব্যাংক হিসাব নম্বর
বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার
MSA 20502060201105104
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
পল্টন শাখা, ঢাকা
অথবা
নগদ/রকেট/বিকাশ (ক্যাশ আউট চার্জসহ প্রদান করতে হবে)
01761-855357 (পার্সোনাল)
রেজিস্ট্রেশনের বর্ধিত তারিথ : ৩১ মে ২০২৪ পর্যন্ত।
রেজিস্ট্রেশন পদ্ধতি
এই ফরমটি যথাযথভাবে পূরণ করে সাবমিট করতে হবে।
রেজিস্ট্রেশন লিংক https://forms.gle/UoXgAUk3jgrwdJmn7