About The Center

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার 

বৃটিশ শাসনের পূর্বে এদেশ ও সমাজের সর্বক্ষেত্রেই বিরাজমান ছিল ইসলামী ঐতিহ্য ও আইনী ভাবধারা। বৃটিশ দখলদারিত্বের পর রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আইনের অনুশীলন নির্বাসিত হয়েছে। ফলে মুসলিম মানস ও জীবনধারায় সাধিত হয়েছে অনেক অনাকাঙ্খিত পরিবর্তন। বর্তমান সময়ে ইসলাম সম্পর্কে কোনো ধারণা না নিয়েও ইসলামী আইনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। যার ফলশ্রুতিতে ইসলামী আইন সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। ইসলামী আইন ও তার গতিশীলতা সম্পর্কে মুসলিমদের মধ্যেও বৃদ্ধি পাচ্ছে অজ্ঞতা, সংশয় ও ভুলধারণা।
এমতাবস্থায় প্রচলিত ও ইসলামী উভয় আইনে পারদর্শী বিজ্ঞজনদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জকে সামনে রেখে ইসলামী আইনের সামগ্রিক কল্যাণ, উপযোগিতা ও প্রায়োগিক সক্ষমতা উপস্থাপন করার প্রয়োজন দেখা দিয়েছে। এ সত্যকে প্রতিষ্ঠা করা একান্তু জরুরী হয়ে দাঁড়িয়েছে যে, ইসলামী আইনে রয়েছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের টেকসই উপাদান। এটা কোন অবাস্তব দাবি নয় বরং ইতিহাস সাক্ষ্য দেয়, ইসলামের রয়েছে সর্বজনীন কল্যাণের গৌরবোজ্জ্বল ঐতিহ্য।
সোনালী অতীতের আলোকে সমৃদ্ধ আগামী গড়ার লক্ষ্যে ১৯৯৫ সালে ‘বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার’ প্রতিষ্ঠিত হয় এবং ২০০৫ সালে প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু করে। সেন্টারটি বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত অলাভজনক একটি গবেষণা ও আইন সহায়তাকারী প্রতিষ্ঠান।
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে- এখানে ক্লিক করুন
Scroll to Top