Book opening ceremony

ইসলামের ব্যবসায় ও বাণিজ্য আইন-৪র্থ খণ্ডের মোড়ক উন্মোচন

গত ১১ই মে, ২০১৯ রোজ শনিবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম’(আইবিসিএফ) কর্তৃক আয়োজিত কল্যাণমূখী ব্যাংকিং ও ক্যাশ ওয়াক্বফ শীর্ষক সেমিনারে “বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার” কর্তৃক প্রকাশিত সাড়া জাগানো গ্রন্থ “ইসলামের ব্যবসায় ও বাণিজ্য আইন-৪র্থ খণ্ডের” মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন করেন বাম দিক থেকে : ১. ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান-সাবেক সচিব শাহ আবদুল হান্নান, ২. আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, ৩. আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালক আলহাজ্জ হারুন উর রশীদ, ৪. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুব উল আলম ৫. বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ-এর চেয়ারম্যান ড. এম খাইরুল হোসাইন, ৬. আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান ও অনুষ্ঠানের কনভেনর এ কে এম নূরুল ফজল বুলবুল, ৭. সোস্যাল ইসলামী ব্যাংক-এর চেয়ারম্যান প্রফেসর মোঃ আনোয়ারুল আজিম আরিফ, ৮. এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. হায়দার আলী মিয়া, ৯. বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়-এর ট্রাস্ট্রি বোর্ড-এর চেয়ারম্যান প্রফেসর সাইয়েদ কামালউদ্দীন জাফরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রপ্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, তত্তাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরী, এনবিআর-এর সাবেক চেয়ারম্যান এম আব্দুল মজিদ, সাবেক সেনাপ্রধান এম নুরুদ্দীন খান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর পরিচালক আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা, সাবেক ন্যাশনাল ব্যাংক ও শাহজালাল ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান সরকার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর সাবেক এমডি মু. ফরীদ উদ্দীন আহমদ , বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ-এর সদস্য প্রফেসর মোঃ হেলাল উদ্দীন নিজামীসহ বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সাবেক ও বর্তমান সরকারী কর্মকর্তা ও  ব্যাংকিং সেক্টরের ঊর্ধতন নির্বাহীবৃন্দ।

উল্লেখ্য ইসলামের ব্যবসায় ও বাণিজ্য আইন-৪র্থ খণ্ডে বর্গাচাষ, কৃষিসেচ, দেউলিয়াত্ব, দায় হস্তান্তর, শিল্প, পণ্যের ফরমায়েশ, বিনিয়োগ, সময় নির্ধারণ, ব্যবস্থাপনা ব্যয়, নিলাম, অজ্ঞতা, বায়না, চুক্তি বাতিলকরণসহ ২৯টি গুরুত্বপূর্ণ ভুক্তি রয়েছে।গ্রন্থটির্ ল’ রিসার্চ সেন্টারে পাওয়া যাচ্ছে।

http://www.enayadiganta.com/news.php?nid=487819&fbclid


বিদ‘আত-১ম ও ২য় খণ্ডের মোড়ক উন্মোচন

বিদ‘আত গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচকবৃন্দ
বিদআত হলো আগাছা, ইসলামকে আগাছামুক্ত রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য

গত ২৫ মে শনিবার, ২০১৯ বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার কর্তৃক প্রকাশিত বিদআত গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ল’ রিসার্চ মিলনায়তনে গ্রন্থের লেখক প্রফেসর ড. আহমদ আলীসহ বিপুল সংখ্যক লেখক ও গবেষকের উপস্থিতিতে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শামছুল আলম, সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম।
আলোচনায় বক্তাগণ বলেন, বিশ্বাস ও আমল তথা প্রায়োগিক ক্ষেত্রে দীন ইসলামের বিকৃতির বিষয়টিকেই আল্লাহর রাসূল সা. বিদআত নামে অভিহিত করেছেন। বিদআত এমন এক ব্যাধি যা মুসলিম উম্মাহকে দীনের মূল চেতনা থেকে ধীরে ধীরে সরিয়ে দেয়। বাংলাদেশে বিভিন্ন পথ ও পদ্ধতিতে ইসলাম সম্প্রসারিত হওয়ায় এবং ইসলামী জ্ঞানের স্বল্পতা হেতু এ অঞ্চলের মুসলিমদের মধ্যে জ্ঞাত বা অজ্ঞাতসারে বিভিন্ন বিদআত অনুপ্রবেশ করেছে এবং দিন দিন এর ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে। এ ধারা চলতে থাকলে দীন ও শরীয়ত এক সময় বিদআতের বেড়াজালে এমনভাবে আবদ্ধ হয়ে পড়বে যে, বিদআতের আগাছা থেকে দীন ও শরীয়তের মূল রূপ অনুধাবন করা কষ্টকর হয়ে পড়বে এবং ধীরে ধীরে ইসলাম মৌলিকত্ব হারিয়ে একটি কুসংস্কারাচ্ছন্ন লোকাচারে পর্যবসিত হবে। ইসলামী জীবনাদর্শ যাতে বিকৃতি ও পরিবর্তনের হাত থেকে রক্ষা পেয়ে তার মূল সৌন্দর্য্য নিয়ে স্বরূপে দীপ্তিমান থাকে সে জন্য প্রয়োজন প্রচলিত বিদ‘আতসমূহ চিহ্নিত করা। বিদআত হলো আগাছা, ইসলামকে আগাছামুক্ত রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সনামধন্য অধ্যাপক ড. আহমদ আলী এ প্রয়োজনীয়তা পূরণে অগ্রসর হয়েছেন। তিনি প্রচলিত বিভিন্ন বিদ‘আত নিয়ে কলম ধরে রচনা করেছেন ‘বিদআত’ সিরিজ। আট খ-ে সমাপ্য এ সিরিজের ১ম ও ২য় খ-ের মোড়ক উন্মোচিত হলো আজ।
২০৮ পৃষ্ঠা, ডবল ডিমাই, ৭০ গ্রাম অফসেট কাগজে মুদ্রিত এবং চাররঙ্গা প্রচ্ছদ ও বোর্ডবাধাই বিদআত ১ম খ-ের  মুদ্রিত মূল্য ৩০০ টাকা। ১ম খ-ে আলোচিত হয়েছে- বিদআতের পরিচয়, প্রকরণ, পর্যায়, বিদআত নিন্দনীয় হওয়ার কারণ, বিদআত প্রচলনের অনুষঙ্গ, বিদআত চেনার মানদ-, বিদআতীদের বৈশিষ্ট্য ও তাদের চেনার উপায়, বিদআতিদের পরিণতি ও শাস্তি ইত্যাদি।
২য় খ-ের পৃষ্ঠা সংখ্যা ৫৯২, ৭০ গ্রাম অফসেট কাগজে মুদ্রিত এবং চার কালারের প্রচ্ছদ ও বোর্ডবাধাই গ্রন্থটির মুদ্রিত মূল্য ৬০০ টাকা। ২য় খ-ে মূলত আকীদা-বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিদআত নিয়ে আলোচনা করা হয়েছে। এগারটি অধ্যায়ে বিভক্ত এ খ-ে জ্ঞানের উৎস, আল্লাহ তা‘আলার যাত ও তাওহীদ, রিসালাত তথা রাসূলুল্লাহ স. ও অন্যান্য নবী-রাসূল, কুর‘আন ও অন্যান্য কিতাব, ফেরেশতাগণ, পরকাল, তাকদীর, ইসলাম ও অন্যান্য ধর্ম, সাহাবা কিরাম রা. সম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণা ও সংশ্লিষ্ট বিদআত তুলে ধরা হয়েছে।
দৃষ্টিনন্দন প্রচ্ছদ, অফসেট পেপার ও ঝকঝকে ছাপায় প্রকাশিত বিদআত সিরিজের এ খ- দুটি জাতিধর্ম নির্বিশেষে সকল জ্ঞানপিপাসু পাঠক বিশেষ করে প্রত্যেক শিক্ষিত মুসলিম ব্যক্তির পড়া প্রয়োজন। তাছাড়া ইসলামী গবেষক, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক, শিক্ষার্থী, উৎসাহী পাঠকসহ সকলের সংগ্রহে রাখার মত।

https://www.barta24.com/details/

http://www.dailynayadiganta.com/more-news/413152


“আধুনিক প্রেক্ষাপটে যাকাতের বিধান” গ্রন্থের মোড়ক উন্মোচন

১২ মে, ২০১৮ রোজ শনিবার বেলা-১২ টায় বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন মিলনায়তনে ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’ আয়োজিত ৬ষ্ঠ যাকাত ফেয়ার-২০১৮ এ “বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার” কর্তৃক প্রকাশিত “আধুনিক প্রেক্ষাপটে যাকাতের বিধান” এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর শরীআহ বোর্ড-এর চেয়ারম্যান মুফতী কাজী  মোহাম্মদ ইব্রাহিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. মানজুরে ইলাহী,  বিশিষ্ট টেলিভিশন ব্যক্তিত্ব এবং ব্যাংক এশিয়া লি.-এর শরীআহ সুপারভাইজরি কমিটির সেক্রেটারি মাওলানা শাহ ওয়ালী উল্লাহ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব  মাওলানা মোখতার আহমেদ এবং ‘ল’ রিসার্চ সেন্টার’ এর নির্বাহী পরিচালক (ইনচার্জ) মাওলানা মোঃ শহীদুল ইসলাম ।
উক্ত অনুষ্ঠানে ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইউব মিয়া, জেনারেল ম্যানেজার খন্দকার মোহাম্মদ জাকারিয়া ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিল্পপতি, ব্যবসায়ী, সাবেক ও বর্তমান সরকারী কর্মকর্তা, ব্যাংকার, বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দসহ নানান শ্রেণীপেশার বিপুল সংখ্যক বরেণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্কলারবৃন্দ বলেন, “আধুনিক প্রেক্ষাপটে যাকাতের বিধান” একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ্্। এগ্রন্থে পাঠকগণ প্রয়োজনীয় অনেক তথ্য উপাত্ত পাবেন। সংশ্লিষ্ট সকলের গ্রন্থটি পড়া উচিৎ।


“বিশ্বখ্যাত মনীষীদের রচনায় ইসলামী আইন” গ্রন্থের মোড়ক উন্মোচন


গত ১০ জুন, ২০১৭ রোজ শনিবার বিকেলে প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম’ কর্তৃক আয়োজিত ইসলামিক ব্যাংকিং শীর্ষক সেমিনারে “বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার” কর্তৃক প্রকাশিত সাড়া জাগানো গ্রন্থ “বিশ্বখ্যাত মনীষীদের রচনায় ইসলামী আইন” এর মোড়ক উন্মোচন করেন, সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এমপি।
আইবিসিএফ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান আরাস্তু খান এর সভাপতিত্বে এবং আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান ও অনুষ্ঠানের কনভেনর এ কে এম নূরুল ফজল বুলবুল এর পরিচালনায় উক্ত মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান-সাবেক সচিব শাহ আবদুল হান্নান, সোসাল ইসলামী ব্যাংক লি. এর চেয়ারম্যান  মেজর (অব:) ডা. মো: রেজাউল হক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হামিদ মিঞা, বাংলাদেশ ইনিস্টিটিউড অব ব্যাংক ম্যানেজম্যান্ট-এর মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবীবুর রহমান, এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. হায়দার আলী মিয়া, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, আল-আরাফাহ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর পরিচালক হেলাল আহমেদ চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি আবুল কাশেম হায়দার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম ফরীদ উদ্দিন আহমেদ, সোসাল ইসলামী ব্যাংক লি. এর ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক-এর পরিচালক মেসবাহ উদ্দীন, এক্সিম ব্যাংক লিমিটেড-এর পরিচালক নুরুল আমিন, ইউনিয়ন ব্যাংকের এমডি জনাব ওমর ফারুক, চিটাগং চেম্বার অব কমার্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব নূর-উন নেওয়াজ, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক এরশাদ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. শামসুল আলম ও আরবি বিভাগের প্রফেসর ড. এহসান যোবায়েরসহ বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সাবেক ও বর্তমান সরকারী কর্মকর্তা ও  ব্যাংকিং সেক্টরের ঊর্ধতন নির্বাহীবৃন্দ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এমপি “বিশ্বখ্যাত মনীষীদের রচনায় ইসলামী আইন” প্রকাশের জন্যে ল’ রিসার্চ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ইসলামী জ্ঞানের জগৎকে সমৃদ্ধকরণে এই ধরনের গবেষণামূলক গ্রন্থের গুরুত্ব অপরিসীম। উন্নত জ্ঞান ও গবেষণা ছাড়া বর্তমান বিশ্বে অগ্রসর হওয়া যাবে না। তিনি আরো বলেন, ইসলামী ব্যাংকিংকে ডেভেলপ করতে হলে উচ্চমানের গবেষক তৈরি করতে হবে।


ইসলামের ব্যবসায় ও বাণিজ্য আইন-২ গ্রন্থের মোড়ক উন্মোচন


মোড়ক উন্মোচন করছেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এফ সি এ, এমপি
(মঞ্চের মাঝখানে পাঞ্জাবি ও টুপি পরিহিত)

গত ১৮ই জনু, ২০১৬ রোজ শনিবার বিকেলে প্যান পেসিফিক সোনারগাঁও হোটেলে ‘ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম’ কর্তৃক আয়োজিত ইসলামিক ব্যাংকিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম এর আর্থিক সহযোগিতায় “বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার” কর্তৃক প্রকাশিত সাড়া জাগানো গ্রন্থ “ইসলামের ব্যবসায় ও বাণিজ্য আইন (২য় খ-)” এর মোড়ক উন্মোচন করেন, সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এফ সি এ, এমপি।

বাম দিক থেকে : ১. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর পরিচালক বুরহান উদ্দন ২. আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবীবুর রহমান ৩. ওআইসি-এর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মহসিন ৪. এক্সিম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. হায়দার আলী মিয়া ৫. সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী ৬. রেড ক্রিসেন্ট এর চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার ৭. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর পরিচালক আব্দুল মাবুদ পিপিএম ৮. আইবিসিএফ ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তাফা আনোয়ার ৯. এনবিআর এর সাবেক চেয়ারম্যান ড. আব্দুল মজিদ ১০. আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালক আলহাজ্জ হারুন উর রশীদ ১১. সাবেক সচিব মাহবুবুুর রহমান।
ডান দিক থেকে : ১. সাবেক রাষ্ট্রদূত মুহাম্মদ জাফর ২. ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ এহসানুল আলম ৩. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান ৪. আইডিবি পুরস্কারপ্রাপ্ত ইসলামিক ব্যাংকিং গবেষক প্রফেসর ড. কবির হাসান ৫. ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর পরিচালক হেলাল আহমেদ চৌধুরী ৬. আইবিসিএফ এর ভাইস চেয়ারম্যান ও অনুষ্ঠানের কনভেনর এ কে এম নূরুল ফজল বুলবুল ৭. ইসলামিক ল’ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান-সাবেক সচিব শাহ আবদুল হান্নান ৮. আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর পরিচালক ও বিশিষ্ট শিল্পপতি আব্দুল মালেক মোল্লা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল-আরাফাহ ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এজেডএম শামসুল আলম, বাংলাদেশ কমার্স ব্যাংক এর চেয়ারম্যান আরাসতু খানঁ, বিশিষ্ট সাংবাদিক ও গবেষক এরশাদ মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুর রশীদ, সাবেক সচিব ড. মিয়া মুহাম্মদ আইউবসহ বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সাবেক ও বর্তমান সরকারী কর্মকর্তা ও  ব্যাংকিং সেক্টরের ঊর্ধতন নির্বাহীবৃন্দ।