Islamic Research Fellowship Programme (IRFP)
ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম- (২য় ব্যাচ)
আপনি গবেষণা মনস্ক। এমফিল/পিএইচডি করতে আগ্রহী কিন্তু বিশ্বমানের একাডেমিক গবেষণা পদ্ধতি সম্পর্কে আপনার পর্যাপ্ত ধারণা নেই। বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে দেশসেরা প্রফেসর ও গবেষক টিম-এর তত্ত্বাবধানে পরিচালিত Islamic Research Fellowship Programme (IRFP)-এর ফেলোশিপ গ্রহণের মাধ্যমে আপনি নিজেকে বিশ্বমানের গবেষক হিসেবে তৈরি করতে পারেন।
যাদের জন্য ফেলোশিপ# যারা এমফিল/পিএইচডি করতে আগ্রহী।
# যারা ইসলামী বিষয়ে একাডেমিক গবেষণা ও প্রবন্ধ রচনায় ইচ্ছুক।
ফেলোশিপের সুবিধাদি
# এমফিল/পিএইচডিসহ সকল একাডেমিক গবেষণার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ ও Individual Practical Session এর মাধ্যমে সহযোগিতা।
# ইসলামী আইন ও বিচার জার্নাল (৪০ সংখ্যা) গিফ্ট প্রদান।
# ইসলামী আইন ও বিচার জার্নালে আর্টিকেল প্রকাশে অগ্রাধিকার।
# ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের লাইব্রেরি ব্যবহারের সুযোগ।
# IRFP আয়োজিত আপকামিং কোর্সসমূহে ৫০% ছাড়ে অংশগ্রহণের সুযোগ।
# সেন্টার কর্তৃক প্রকাশিত গ্রন্থে ৪০% বিশেষ ছাড়।
# ফেলোশিপের মেয়াদ- ৫ বছর।
ফেলোশিপ পাওয়ার প্রক্রিয়া
IRFP-এর ফাউন্ডেশন কোর্সে অংশগ্রহণ ও সফলভাবে সম্পন্ন করা।
# এমফিল/পিএইচডিসহ সকল একাডেমিক গবেষণার শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ ও Individual Practical Session এর মাধ্যমে সহযোগিতা।
# ইসলামী আইন ও বিচার জার্নাল (৪০ সংখ্যা) গিফ্ট প্রদান।
# ইসলামী আইন ও বিচার জার্নালে আর্টিকেল প্রকাশে অগ্রাধিকার।
# ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের লাইব্রেরি ব্যবহারের সুযোগ।
# IRFP আয়োজিত আপকামিং কোর্সসমূহে ৫০% ছাড়ে অংশগ্রহণের সুযোগ।
# সেন্টার কর্তৃক প্রকাশিত গ্রন্থে ৪০% বিশেষ ছাড়।
# ফেলোশিপের মেয়াদ- ৫ বছর।
ফেলোশিপ পাওয়ার প্রক্রিয়া
IRFP-এর ফাউন্ডেশন কোর্সে অংশগ্রহণ ও সফলভাবে সম্পন্ন করা।
ফাউন্ডেশন কোর্সের অন্তর্ভুক্ত বিষয়াদি
৩টি Theoretical ক্লাস (ক্লাস টাইম : ১ ঘণ্টা ৩০মিনিট করে ) করে)[অফলাইনে দিনব্যাপী ৩টি ক্লাস]
বিষয় : ১. গবেষণা ও ইসলামি গবেষণা (Research and Islamic Rersearch)
২. গবেষণা শিরোনাম ও রিসার্চ গ্যাপ নির্ধারণ (How to Find Research Gap and Make Title of the Research)
৩. গবেষণা প্রস্তাবনা (How to Write Research Synopsis)
# দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেকের জন্য প্র্যাকটিকেল সেশন (অনলাইনে সেশন)
ক. ২টি Individual Practical Session
খ. Synopsis/Proposal submit and correction এ টেকনিক্যাল সহযোগিতা।
৩টি Theoretical ক্লাস (ক্লাস টাইম : ১ ঘণ্টা ৩০মিনিট করে ) করে)[অফলাইনে দিনব্যাপী ৩টি ক্লাস]
বিষয় : ১. গবেষণা ও ইসলামি গবেষণা (Research and Islamic Rersearch)
২. গবেষণা শিরোনাম ও রিসার্চ গ্যাপ নির্ধারণ (How to Find Research Gap and Make Title of the Research)
৩. গবেষণা প্রস্তাবনা (How to Write Research Synopsis)
# দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেকের জন্য প্র্যাকটিকেল সেশন (অনলাইনে সেশন)
ক. ২টি Individual Practical Session
খ. Synopsis/Proposal submit and correction এ টেকনিক্যাল সহযোগিতা।
ফাউন্ডেশন কোর্স ফি
= ৫০০০ টাকা মাত্র।
= ৫০০০ টাকা মাত্র।
ফি প্রদানের পদ্ধতি
ব্যাংক হিসাব নম্বর
ব্যাংক হিসাব নম্বর
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার
MSA 20502060201105104
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
পল্টন শাখা, ঢাকা
অথবা
নগদ/রকেট/বিকাশ (ক্যাশ আউট চার্জ প্রদান করতে হবে)
01761 85 53 57 (পার্সোনাল)
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি
পল্টন শাখা, ঢাকা
অথবা
নগদ/রকেট/বিকাশ (ক্যাশ আউট চার্জ প্রদান করতে হবে)
01761 85 53 57 (পার্সোনাল)
রেজিস্ট্রেশন
# নিম্নে ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
# যোগাযোগ : (হোয়াটসঅ্যাপ) ০১৭৬১-৮৫ ৫৩ ৫৭ / ০১৫২১- ২০ ৪৪ ৭৫
রেজিস্ট্রেশন লিংক
আসন সীমিত
রেজিস্ট্রেশন-এর শেষ তারিখ: ৩০ নভেম্বর-২০২৪
উদ্ভোধনী ক্লাস, প্রোগ্রাম সিডিউল ও ভেনু রেজিস্ট্রেশন-এর পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হবে, ইনশা-আল্লাহ।
সার্বিক যোগাযোগ
হোয়াটসঅ্যাপ : 01761 855357, 01521 204475
ইমেইল : islamiclaw_bd@yahoo.com