বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর কার্যালয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। এই লাইব্রেরিতে কুরআন, হাদীস, ফিক্হ, শরী’য়াহ, ইসলামী আইন ও বিচারব্যবস্থা সম্পর্কিত গ্রন্থাবলী এবং ইসলামী বিশ্বকোষ ও ফিক্হ বিশ্বকোষসহ দেশি-বিদেশী গুরুত্বপূর্ণ গবেষণাধর্মী কয়েক হাজার গ্রন্থ ও জার্নাল রয়েছে। এই লাইব্রেরি ব্যবহার করার জন্য কিছু নিয়মাবলী অনুসরণ করতে হয়। সেগুলো হলো :
১. পাঠক/গবেষককে রিসার্চ সেন্টারের সদস্য হতে হবে।
২. সদস্য হওয়ার জন্য দেখুন .Click here to Download the form
৩. লাইব্রেরী ব্যবহারের সময়সীমা : শনি - বৃহস্পতিবার, সকাল ১০টা - বিকাল ৫টা।
৪. এই লাইব্রেরি থেকে কোন বই বাইরে দেয়া হয় না।
৫. M.Phil বা Ph.D বা উচ্চতর গবেষণায় বিশেষ করে ইসলামী আইন ও বিচারব্যবস্থা সম্পর্কে গবেষণায় নিয়োজিত গবেষকগণ এই লাইব্রেরি ব্যবহারে অগ্রাধিকার ও বিশেষ সুবিধা পাবেন।
৬. অন্যান্য পাঠক/গবেষকবৃন্দও রিসার্চ সেন্টার -এর যথাযথ অনুমতি সাপেক্ষে লাইব্রেরি ব্যবহার করতে পারবেন।
৭. লাইব্রেরি ব্যবহার সম্পর্কিত যে কোন নিয়ম পরিবর্তন, স্থগিত কিংবা বাতিল করার অধিকার রিসার্চ সেন্টার সংরক্ষণ করে।
৮. লাইব্রেরির সেবার মান বৃদ্ধিতে পাঠক/গবেষকবৃন্দের সুপরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।
লাইব্রেরি ব্যবহারের জন্য যোগাযোগ করুন এই নম্বরে ০২-২২৩৩৫৬৭৬২, ০১৭৬১-৮৫৫৩৫৭
লাইব্রেরিতে গবেষণারত গবেষক গবেষকগণের কয়েক জন |