ওরিয়েন্টালিজম ও ইসলাম গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

12:00:00

43 বার পঠিত


ওরিয়েন্টালিজম ও ইসলাম গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান

ওরিয়েন্টালিজম ও ইসলাম গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন-

প্রাচ্যবাদের সব কিছু যেমন মন্দ নয় তদ্রুপ সব কিছু গ্রহণযোগ্যও নয়

১৬ নভেম্বর,২০২৪ শনিবার, ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলা-২০২৪ “বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার” কর্তৃক প্রকাশিত ড. মুহাম্মদ সাদিক হুসাইন-রচিত ওরিয়েন্টালিজম ও ইসলাম গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার-এর মাননীয় ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান ও ইতিহাসবিদ জনাব মোহাম্মদ আবদুল মান্নান,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো: রইছ উদদীন,ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক জনাব সাইফুল ইসলাম,মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগ-এর প্রধান ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী,বিশিষ্ট গবেষক মুফতী মুহীউদ্দীন কাসেমী প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর নির্বাহী পরিচালক জনাব মোঃ শহীদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা,ব্যাংকার,আইনজীবি,বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষক-ছাত্রবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ নানান শ্রেণী-পেশার বিপুল সংখ্যক বরেণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি মাননীয় ধর্মবিষয়ক উপদেষ্টা বলেন,“ওরিয়েন্টালিজম ও ইসলাম” একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ।ওরিয়েন্টলিজম তথা প্রাচ্যবাদ সম্পর্কে অনেকের সম্যক ধারণা নেই। অথচ প্রাচ্যবাদের প্রভাব আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। শিক্ষা,সংস্কৃতি,সাহিত্য,কলা,আইন,প্রশাসন,রাজনীতি সর্বক্ষেত্রে সচেতন কিংবা অবচেতনভাবে প্রাচ্যবাদে প্রভাবিত সমগ্র মুসলিম উম্মাহ। প্রাচ্যবিদদের সব কিছু যেমন মন্দ নয় তদ্রুপ অন্ধভাবে প্রাচ্যবিদদের গ্রহণ ও করা যাবে না। তাদের চিন্তা চেতনা যাছাই করে গ্রহণ করতে হবে। অন্যান্য দেশে এ বিষয়ে যেমন গণসচেতনতা রয়েছে আমাদের দেশে প্রাচ্যবাদ সম্পর্কে চর্চার অভাব রয়েছে। মুসলমানদের মধ্যে ইসলাম, পবিত্র কুরআন,মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত অধিকাংশ ভুলধারণার জন্ম প্রাচ্যবাদের গর্ভে। ওরিয়েন্টালিজম ও ইসলাম গ্রন্থে প্রাচ্যবাদের বিভ্রান্তি সম্পর্কে হাজারো যুগ-জিজ্ঞাসার জবাব মিলবে। বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার ব্যতিক্রমধর্মী গবেষণামূলক ও মানসম্মত ইসলামী গ্রন্থ প্রকাশের কারণে বোদ্ধা মহলে সমাদৃত। এরই ধারাবাহিকতায় তারা বাংলা ভাষাভাষী সমাজের জন্য গুরুত্বপূর্ণ বইটি প্রকাশ করেছে। আমি বইটির লেখক, প্রকাশক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ গ্রন্থে পাঠকগণ প্রয়োজনীয় অনেক তথ্য উপাত্ত পাবেন। সংশ্লিষ্ট সকল মহলের পাঠকগণের এ গ্রন্থটি পড়া উচিৎ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ-এর চেয়ারম্যান প্রফেসর ড. মো: রইছ উদদীন বলেন, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার বেসরকারি ভাবে এ দেশে ইসলামি গবেষণার ক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের প্রতিটি প্রকাশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন পাঠক মাত্রই ল’ রিসার্চ সেন্টারের প্রকাশিত গবেষণাগ্রন্থ এবং ইসলামী আইন ও বিচার জার্নাল পড়া দরকার। তাহলে শুধু ওরিয়েন্টালিজম নয় ইসলামের প্রকৃত ধারণা লাভ করা সম্ভব হবে।

বিশিষ্ট ইতিহাস গবেষক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল মান্নান বলেন,ওরিয়েন্টালিজম ও ইসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ। ইসলাম সম্পর্কে প্রাচ্যবিদদের চিন্তাচেতনা এবং তাদের বিচ্যুতিগুলো বুঝতে এই বইটি পথ প্রদর্শকের ভূমিকা পালন করবে। ল’ রিসার্চ সেন্টারের প্রকাশনাগুলো সকল মহলের জন্যেই উপকারী। তিনি বলেন, ল’ রিসার্চ সেন্টার বাংলাদেশে ইসলামের কল্যাণ ও সৌন্দর্য্যকে গণমানুষের কাছে তোলে ধরার ক্ষেত্রে পথ প্রদর্শকের ভূমিকা পালন করছে।