ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম-এর ফাউন্ডেশন কোর্স-এর উদ্ভোধনী অনুষ্ঠান

12:00:00

105 বার পঠিত


ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম-এর ফাউন্ডেশন কোর্স-এর উদ্ভোধনী অনুষ্ঠান

বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে পরিচালিত

“ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম”-এর ফাউন্ডেশন কোর্স
আলহামদুলিল্লাহ। ১৪ সেপ্টেম্বর-২০২৪ শনিবার সম্পন্ন হলো বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টারের উদ্যোগে পরিচালিত “ইসলামিক রিসার্চ ফেলোশিপ প্রোগ্রাম”-ফাউন্ডেশন কোর্স।উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির চেয়ার অলংকৃত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. যুবায়ের মুহাম্মদ এহসানুল হক। প্রধান অতিথির একজন ইসলামী গবেষকের করণীয় ও বর্জনীয় বিষয়াদি, গবেষণার ক্ষেত্রে তুরাছি কিতাব থেকে সহায়তা গ্রহণের পদ্ধতি, শিরোনাম ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। "Research methodology" এর উপর সামগ্রিক ধারণা দেন, রিসার্চ কিভাবে শুরু করতে হয়, রিসার্চের আগে লক্ষণীয় বিষয়াবলী কি কি, একজন ইসলামী গবেষক গবেষণার ক্ষেত্রে কোন বিষয় নির্বাচন করবেন এবং কিভাবে শুরু করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন।
প্রথম সেশন- Fundamental of Islamic research শিরোনামে সেশন পরিচালনা করেন-
ইন্সট্রাক্টর : Dr. Md. Ruhul Amin Rabbani বিভাগীয় প্রধান, ইসলামিক স্টাডিজ বিভাগ,মানারাত ইউনিভার্সিটির।
 
দ্বিতীয় সেশন : Research gap and title শিরোনামে সেশন পরিচালনা করেন-
ইন্সট্রাক্টর : ড. মোহাম্মদ তারেক, প্রফেসর, পরিসংখ্যান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
 
তৃতীয় সেশন : Research synopsis and defense শিরোনামে সেশন পরিচালনা করেন-
ইন্সট্রাক্টর : Nasir Uddin পিএইচডি গবেষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ,ঢাকা।
 
আমন্ত্রিত প্রশিক্ষণার্থীবৃন্দ অধিকাংশই এমফিল, পিএইচডি গবেষক ও গবেষণা করতে আগ্রহী।
অনুষ্ঠান শেষে রিসার্চ ফেলোদের হাতে "বাংলাদেশ ইসলামিক ল রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার" কর্তৃক প্রকাশিত ত্রৈমাসিক জার্নাল ইসলামী আইন ও বিচার-এর সকল সংখ্যা উপহার হিসেবে প্রদান করা হয়।