শিশু-কিশোরদের ইসলামি শিক্ষা প্রদানে ইসলামিক ফাউন্ডেশন : একটি পর্যালোচনা
06:00:00
1215 বার পঠিত
শিশু-কিশোরদের ইসলামি শিক্ষা প্রাদানে ইসলামিক ফাউন্ডেশন: একটি পর্যালোচনা|Islamic Foundation in Offering Education to Children and Adolescents: A Review
জীবন সমস্যার সমাধানে ইসলামের নির্দেশনা অবগত হওয়া ও তা বাস্তবায়নের জন্য প্রয়োজন এ বিষয়ক অধ্যয়ন ও গবেষণা। আর এ অধ্যয়নের সূচনা হতে হয় শিশুকাল থেকে। কেননা আজকের শিশুই আগামী দিনের সচেতন নাগরিক। শৈশবে ইসলামী শিক্ষার গুরুত্ব বিবেচনায় এনে তাই সরকার প্রচলিত শিক্ষা কারিকুলামের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এ বিষয়ক বিভিন্ন প্রকল্প পরিচালনা করে থাকে। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প ইসলামিক ফাউন্ডেশন-এর তেমনই একটি গুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্প। আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ও শিক্ষা বিস্তারের কাজে মসজিদের ইমাম সাহেবদের সম্পৃক্ত করার লক্ষ্যে সরকার ১৯৯৩ সালে মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক-প্রাথমিক এবং ঝরে পড়া (ড্রপ-আউট) কিশোর-কিশোরী ও অক্ষরজ্ঞানহীন বয়স্কদের জন্য মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করে। এ প্রকল্পে মসজিদের ইমামগণ মসজিদ কেন্দ্রে শিশু ও বয়স্ক শিক্ষার্থীদেরকে বাংলা, অংক, ইংরেজি, আরবী, নৈতিকতা ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দান করছেন। এ প্রকল্পের সুবিধাভোগী অধিকাংশই সমাজের অবহেলিত, দরিদ্র ও নিরক্ষর জনগোষ্ঠী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এম.ফিল গবেষক ও সুসং সরকারি মহাবিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা এর প্রভাষক আবুল কালাম মোহাম্মদ ওবায়দুল্লাহ ইসলামিক ফাউন্ডেশন-এর মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ওপর পর্যালোচনা করে এর বৈশিষ্ট্যমূলক দিকগুলো চিহ্নিত করে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে “শিশু-কিশোরদের ইসলামি শিক্ষা প্রদানে ইসলামিক ফাউন্ডেশন : একটি পর্যালোচনা” শিরোনামে একটি প্রবন্ধ রচনা করেছেন। যা ইসলামী আইন ও বিচার জার্নালের ৬৫তম সংখ্যায় ছাপা হয়েছে।