ইসলামের উত্তরাধিকার আইন : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা - ড. মুহাম্মদ ইউসুফ

06:00:00

1598 বার পঠিত


ইসলামের উত্তরাধিকার আইন : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা - ড. মুহাম্মদ ইউসুফ

সারসংক্ষেপ : [ইসলামের উত্তরাধিকার আইনের আসল লক্ষ হচ্ছে, পরিত্যক্ত সম্পত্তি তার পরিমাণ কম হোক কিংবা বেশি হোক তা নিকট ও দূরবর্তী আত্মীয়-স্বজনের মধ্যে বন্টন করে দেয়া। শুধু এক শ্রেণীর লোকের হাতে দেশের সমস্ত সম্পদ চলে যাক ইসলাম তা অনুমোদন করে না। এজন্য ইসলাম উত্তরাধিকার আইন প্রণয়ন করেছে। ইসলামের উত্তরাধিকার আইন সম্পদ বণ্টনের একটি সুন্দর ও সুষম ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে সমাজের গুটি কয়েক লোকের হাতে সমস্ত সম্পদ চলে যাবার আশংকা থাকে না। বরং সকলের আর্থিক নিরাপত্তা বজায় থাকে। দুনিয়ার অন্যান্য অর্থব্যবস্থার সুফল হচ্ছে সম্পদ এক ব্যক্তি বা কয়েক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়। আর ইসলামের সুফল হচ্ছে তা বহু মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে তার আবর্তন সহজতর করা। এজন্য ইসলামে কারো উত্তরাধিকারী না থাকলে বা না পাওয়া গেলে তার সম্পদ মুসলিম রাষ্ট্রের বায়তুলমালে দাখিল করতে হবে যেন তা দ্বারা সমগ্র জাতি উপকৃত হতে পারে। উত্তরাধিকারী না থাকলে পালক সন্তান রেখে সম্পদ এককেন্দ্রিক করে রাখার অধিকার ইসলাম কাউকে দেয়নি। অত্র প্রবন্ধে মীরাস বা উত্তরাধিকারের পরিচয় ও গুরুত্ব, ইসলামী উত্তরাধিকার আইনের ক্রমোন্নতি এবং একটি পর্যালোচনা স্থান পাবে।]