How to Apply

সংস্থা কর্তৃক আইন সহায়তা পাওয়ার পদ্ধতি

 
*    আইন সহায়তা পেতে 'আইন সহায়তা বিভাগ' কর্তৃক সরবরাহকৃত ফরমে দরখাস্ত করতে হবে।
*   দরখাস্তের সাথে প্রয়োজনীয় বিস্তারিত বিবরণ ও স্থানীয় একজন বিশিষ্ট ব্যক্তির প্রত্যয়নপত্র সংযুক্ত করে-

জেনারেল সেক্রেটারী
বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার -বরাবরে দরখাস্ত প্রেরণ করতে হবে।
বর্তমান অপ-সংস্কৃতি ও অরাজকতার ধূম্রজালে বিভ্রান্ত সমাজ ব্যবস্থা পরিবর্তন করে একটি আদর্শ সমাজ বিনির্মাণে চরিত্রবান নাগরিক এবং যোগ্য ও নৈতিক মূল্যবোধে উজ্জীবিত সৎ নেতৃত্ব প্রতিষ্ঠাই চলমান সময়ের অনিবার্য দাবী। সময়ের এ দাবিকে সামনে রেখে অসহায় আর্তপীড়িত মানবতার সহায়তায় এগিয়ে আসুন। এই মহতি কাজে আপনি এককালীন অথবা মাসিক আর্থিক সাহায্য প্রদান করে আদর্শ সমাজ বিনির্মাণের উদ্যোগে শরীক হোন। এ সংস্থার আইন সহায়তা বিভাগ আপনার অনুদানের উৎকৃষ্ট ক্ষেত্র সুতরাং এই বিভাগের কার্যক্রমকে অধিকতর গতিশীল ও কল্যাণমুখী করতে সাহায্য করুন। মহান আল্লাহ তাআলা অসহায় মজলুমের আহ্বানে আমাদেরকে এগিয়ে আসার ত্ওফিক দিন।

Application Form দেখেুন-Application Form For legal Aid.doc