About The Center

Bangladesh Islamic Law Research and Legal Aid Centre (BILR&LAC)

Before the British Rule, Islamic Law was the supreme law of this region. Islamic legal orientation and Sunnatic heritage were predominantly established everywhere in the society.  Government was the direct host of Islamic law. But with the British colonial rupture, Islamic Law was dispelled.

As a result, many unwanted changes took place in the Muslim mindset and life.  consequently ever since the British power colonized this region  the applicability and effectiveness of Islamic Law was questioned which is now getting deeply rooted in the society. As such the propaganda against it is on the rise. Ignorance, confusion and misconception about this law and its dynamism are rapidly increasing even among the Muslims.

Keeping in view the challenges of modern society and state, now time has come to demonstrate the integrated welfare, utility and inherent applicablity of Islamic Law by the combined efforts of both the conventional and Islamic jurists. It is now strongly felt necessary to establish the truth that Islamic Law has all the aspects of legal pragmatism which would establish justice and ensure human rights for all, irrespective of race, caste, sex and religion. It is not a myth. Rather, Islam has a glorious past of awarding the entire human civilization with the universal integrated human welfare.

Bangladesh Islamic Law Research and Legal Aid Centre (BILR&LAC) was established in the year 1995 with the aim of building a bright future in the light of the golden past. The centre is approaved by the Government and registered and it is a non-profitable, legal research oriented organisation.

বাংলাদেশ ইসলামিক ল' রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার

বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্বেও দেশটি এখনো ঔপনিবেশিক আমলের ব্রিটিশ আইন-কানুনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। বিগত আড়াইশ বছর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আইনের অনুপস্থিতির ফলে মুসলিম মানস ও জীবনধারায় অনেক অনাকাক্সিক্ষত পরিবর্র্তন সূচিত হয়েছে। দীর্ঘকাল ইসলামী আইনের চর্চা না থাকায় এর প্রয়োগ ক্ষমতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ফলে ইসলামী আইন সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। ইসলামী আইন ও তার গতিশীলতা সম্পর্কে মুসলিমদের মধ্যেও বৃদ্ধি পাচ্ছে অজ্ঞতা। 
এমতাবস্থায় প্রচলিত ও ইসলামী উভয় আইনে পারদর্শী লোকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জকে সামনে রেখে ইসলামী আইনের উপযোগিতা ও প্রায়োগিক ক্ষমতা উপস্থাপন করার প্রয়োজন দেখা দিয়েছে। ইসলামী আইন ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের মধ্যে ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সক্ষম। এটা কেবল কোন মুসলিমের বিশ্বাস নয়, এ ব্যাপারে মুসলিমদের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত। 
সোনালী অতীতের আলোকে সমৃদ্ধ আগামী গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ১৯৯৫ সালে ‘বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার’ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত সম্পূর্ণ অলাভজনক একটি গবেষণা ও আইন সহায়তা দানকারী প্রতিষ্ঠান।