ইসলামী গবেষণার রীতি পদ্ধতি শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

Spread the love

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর  উদ্যোগে পল্টনস্থ বাগিচা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার মিলনায়তনে গত ৭ ও ৮ অক্টোবর-২০২৩ শনি ও রবিবার ২ দিনব্যাপি ‘ ইসলামী গবেষণার রীতি পদ্ধতি’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শহীদুল ইসলাম।
প্রশিক্ষণের বিষয়সমূহ : গবেষণা প্রস্তাবনা, তথ্য-উপাত্ত সংগ্রহ, থিসিস লিখন, রেফারেন্স সিস্টেম, সেমিনার প্রবন্ধ রচনার কৌশল, একাডেমিক জার্নালে প্রবন্ধ প্রকাশের প্রক্রিয়া।
উল্লেখিত গবেষণার পদ্ধতি ও প্রায়োগিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ তারেক এবং মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি/এমফিল গবেষক ও মাস্টার্স এর অর্ধশত শিক্ষার্থী উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
ট্রেনিং শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড.মুহাম্মদ শামছুল আলম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের পফেসর ড. মুহাম্মদ তারেক, মানারাত ইন্টারনেশনাল বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী এবং বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শহীদুল ইসলাম।

Scroll to Top