Mohammad Munirul Islam
ইসলামী আইন ও বিচার
বর্ষ : ১৩ সংখ্যা : ৪৯
জানুয়ারি – মার্চ : ২০১৭
সারসংক্ষেপ
বিশ্বব্যাপী ইসলামী ব্যাংকসমূহে ইজারা একটি জনপ্রিয় বিনিয়োগ পদ্ধতির নাম। সার্ভিস ইজারা মূলত ইজারার একটি প্রকার। এতে একাধিক খ- খ- সেবা একত্রিত করে একটি পূর্ণাঙ্গ ভাড়াযোগ্য সেবা প্রস্তূত করা হয়। অতঃপর উক্ত পূর্ণাঙ্গ সেবাটি একটি নির্দিষ্ট মেয়াদের জন্য গ্রাহকের নিকট ভাড়ার ভিত্তিতে ভোগাধিকারের জন্য বিনিয়োগ প্রদান করা হয়। আলোচ্য প্রবন্ধে ইজারা ও সার্ভিস ইজারার পরিচিতি, শরী‘আহসম্মত হওয়ার প্রমাণ, জি‘আলার সাথে সার্ভিস ইজারার পার্থক্য, সার্ভিস ইজারা প্রয়োগের বিভিন্ন ক্ষেত্র ইত্যাদি বিষয়ে আলোচনা তুলে ধরা হয়েছে। বর্ণনা ও বিশ্লেষণমূলক ধারায় প্রণীত এ গবেষণাকর্ম থেকে প্রমাণিত হয়েছে, তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ইসলামী ব্যাংকিং-এ অনুশীলিত সার্ভিস ইজারা পদ্ধতিটি শরী‘আহসম্মত। প্রায়োগিক দিক থেকে ব্যাংক ও গ্রাহক উভয়ের জন্য সুবিধাপূর্ণ হওয়ায় বিশ্বব্যাপী এর জনপ্রিয়তাও রয়েছে। অতএব, যথাযথ শরী‘আহ পরিপালন করে এ প্রডাক্টির ব্যাপক প্রসারের মাধ্যমে ইসলামী ব্যাংকিংকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
মূলশব্দ: সার্ভিস ইজারা; ইজারাতুল আমাল; ইজারাতুল আশখাস, ব্যক্তিগত অর্থায়ন; ইসলামী ব্যাংকিং।