টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একাডেমিক গবেষণা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে পল্টনস্থ এবিসি মিলনায়তনে গত ২০ জানুয়ারি-২০১৮ শনিবার দিনব্যাপি ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে একাডেমিক গবেষণা’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শহীদুল ইসলাম।

একাডেমিক গবেষণার পদ্ধতি ও প্রায়োগিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়-এর প্রভাষক তারেক মুহাম্মদ জায়েদ এবং বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর সহকারী পরিচালক ড. মুহাম্মদ রুহুল আমিন। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পিএইচডি/এমফিল গবেষক ও মাস্টার্স এর অর্ধশত শিক্ষার্থী উক্ত ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।

Scroll to Top