আলহামদুলিল্লাহ। “ইসলামী ব্যাংকিং এ ক্যাশ ওয়াকফ্ট” শীর্ষক গবেষণা গ্রন্থ প্রকাশ করতে পেরে মহান রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে এ গ্রন্থের লেখক ও বিভিন্ন পর্যায়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আল্লাহর রাসূল বলেছেন, দুনিয়া হলো আখেরাতের উৎপাদন ক্ষেত্র। এই বাণীকে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত তাবৎ মুসলিম উম্মাহ ধারণ করেছে। তাই উম্মাহর উল্লেখযোগ্য একটি অংশ দুনিয়ার ভোগ বিলাসে মত্ত না হয়ে আল্লাহর মাখলুকাতের সেবায় নিজেদের অর্জিত ধনসম্পদ অকাতরে দান করেছেন এবং এখনো করছেন। মুসলিমদের মানবসেবার অন্যতম একটি মাধ্যম হলো ওয়াক্ত। ওয়াক্ফ বললে এদেশের অধিকাংশ মানুষের মনোযোগ স্থাবর সম্পদের দিকে ধাবিত হয়। বাস্তবে ওয়াক্ফ শুধু স্থাবর সম্পত্তিতেই সীমাবদ্ধ নয়। ইসলামের শুরু থেকেই মুদ্রা বা ক্যাশ ওয়াকফ্ফেরও চর্চা রয়েছে।
আধুনিক কালেও বিভিন্ন মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে ক্যাশ ওয়াক্ফ সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। যেহেতু ওয়াক্ত একটি ইসলামী বিধান, সেহেতু ক্যাশ ওয়াফ্ফের টাকা সুদভিত্তিক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় দেয়ার সুযোগ নেই।
বস্তুত জনকল্যাণমূলক কাজের জন্য বিনিয়োগের মাধ্যমে বেশি মানুষের কল্যাণের স্বার্থে ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে ক্যাশ ওয়াক্ত ব্যবস্থাপনা হওয়াটাই বিধেয়। সেই অর্থে ক্যাশ ওয়াক্তের সাথে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার নিবিড় সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সব ইসলামী ব্যাংক এবং কয়েকটি কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইন্ডোতে ক্যাশ ওয়াক্ত একাউন্ট খোলার ব্যবস্থা রয়েছে।
‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ এর কর্মকর্তা ড. মোহাঃ মেসবাহ উদ্দীন রচিত “ইসলামী ব্যাংকিং এ ক্যাশ ওয়াক্ত” শীর্ষক গ্রন্থটি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি চমৎকার গবেষণাকর্ম। এতে ক্যাশ ওয়াফ্ফের আদ্যোপান্ত বর্ণিত হয়েছে।
পাঠক মাত্রই এ গবেষণাপত্র পাঠে উপকৃত ও সমৃদ্ধ হবেন। ‘বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার’- সামাজিক উন্নয়ন ও ক্যাশ ওয়াকফের চর্চা বৃদ্ধির প্রত্যাশায় এ গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে।
গ্রন্থটি একাধিকবার রিভিউ হয়েছে। এতে সংযোজন- বিয়োজন এর প্রয়োজন নেই, এ কথা বলার অবকাশ নেই। বোদ্ধা মহলের যে কোন অভিমত আমরা শ্রদ্ধার সাথে গ্রহণ করতে সর্বদা সচেষ্ট।
মহান আল্লাহ এ গ্রন্থের লেখক, সম্পাদক ও প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলের শ্রম কবুল করুন। বাংলাদেশে ক্যাশ ওয়াফ্ফের চর্চা ব্যাপকতা লাভ করুক, এই প্রত্যাশা।
বইটি সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন-সুচিপত্র ও ভুমিকা