“ইসলামী গবেষণার রীতি ও কৌশল” শীর্ষক ওয়ার্কশপ

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে পল্টনস্থ এবিসি মিলনায়তনে ১৬ মার্চ-২০১৯ শনিবার দিনব্যাপি ‘ইসলামী গবেষণার রীতি ও কৌশল’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব শহীদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালা উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাবেক সচিব শাহ আবদুল হান্নান ।

একাডেমিক গবেষণার পদ্ধতি ও প্রায়োগিক কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন, ইসলামী আইন ও বিচার জার্নাল-এর সহকারী সম্পাদক ড. মুহাম্মদ রুহুল আমিন এবং বাংলা বানান ও ব্যাকরণ-এর প্রায়োগিক কৌশল সম্পর্কে আলোচনা করেন মুফতী মুহিউদ্দীন কাসেমী। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি/এমফিল গবেষক, মাস্টার্স-এর শিক্ষার্থী, বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন কওমী মাদরাসায় ইফতা বিভাগে গবেষণারত আলেমগণ উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. আবদুল মাবুদ এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মুহাম্মদ সিরাজ উদ্দীন আহমেদ।

কর্মশালা সম্পর্কে অভিব্যক্তি ব্যাক্তকরেন ঢাবি এর সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহমুদ, মিডিয়াব্যক্তিত্ব মাওলানা গাজী সানাউল্লাহ, ঢাকা ব্যাংকের কর্মকর্তা মো. কামারুজ্জামান এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা জাহিদুজ্জামান প্রমুখ।

Scroll to Top