১৩ ডিসেম্বর রোজশুক্রবার সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটি এবং বাংলাাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টার এর যৌথ উদ্যোগে দিনব্যাপী ইসলামি বিষয়ে গবেষনার রীতি ও কৌশল” শীর্ষক রিসার্চ ট্রেনিং অনুষ্ঠিত হয়।ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ফজলে এলাহী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ট্রেনিং সেশনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় ভিসি প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম রাকিব উদ্দিন এবং ল’ রিসার্চ সেন্টারের নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলাম। ট্রেনিং পরিচালনা করেন ড. মুহাম্মদ রুহুল আমিন।উক্ত ট্রেনিং এ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ শতাধিক গবেষক উপস্থিত ছিলেন।