এই সংস্থার লিগ্যাল এইড প্রকল্পের আওতায় ২০২৩ সালে ফ্যামিলি এইড নামে নতুন একটি প্রকল্প হাতে নিয়েছে।
২০২৩ সন থেকে নারী ও শিশু অধিকার বিষয়ক সচেতনতাসহ পরিবারের সকল সদস্যের অধিকার এবং কর্তব্য বিষয়ক সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে
◊ ৩টি ওয়েবিনার
◊ ২০০ সমস্যাগ্রস্ত পারিবারকে কাউন্সিলিং সহায়তা
◊ ১০০ ফ্যামেলীকে শরীয়া পরামর্শ প্রদান এবং
◊ ৩০টি সামাজিক সমস্যা সমাধান করা হয়েছে। ফ্যামিলি এইড প্রকল্পের কাজ আরো বিস্তৃত করার চেষ্ঠা চলছে।