প্রকাশকের কথা
আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকার বিরচিত ‘সুদ: সমস্যা ও সমাধান’ শীর্ষক বইটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। ইসলামে সুদ হারাম-একথা জাতিধর্ম নির্বিশেষে সবাই জানেন। কিন্তু সুদের ব্যাপ্তি ও ভয়াবহতা সম্পর্কে অনেকের সম্যক ধারণা নেই। সেই সাথে সুদ সম্পর্কে সাধারণ মানুষ এমনকি শিক্ষিত মানুষের মধ্যেও রয়েছে বিভ্রান্তি। ফলে বিপুল সংখ্যক মুসলমান জ্ঞাত বা অজ্ঞাতসারে সুদের অক্টোপাসে আবদ্ধ। অথচ কুরআনুল কারীম ও হাদীসে রয়েছে সুদ সম্পর্কে কঠোর সর্তকবাণী।
আল্লাহর হুকুম এবং রাসূল এর নির্দেশনার আলোকে একজন ইসলামী ব্যাংকার হিসেবে মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকার এ গ্রন্থে সুদ-এর ভয়াবহতা, বিভ্রান্তি ও ব্যাপ্তি সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেছেন।
বাংলাভাষীদের জন্য গ্রন্থটি অনন্য সংযোজন। এ গ্রন্থ পাঠে সুদ সম্পর্কিত সকল বিভ্রান্তি এবং এর ভয়াবহতা ও বিস্তৃতি সম্পর্কে জানা যাবে। জাগতিক ও পারলৌকিক উভয়জগতের কল্যাণের জন্য মুসলমাত্রই সুদ সম্পর্কে জানা জরুরী।
মুসলমান হিসেবে ঈমানী দায়িত্ববোধ থেকে ‘বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার’-এ গ্রন্থ প্রকাশ করছে। প্রতিষ্ঠানের অন্যান্য প্রকাশনার মতো এটিও পাঠকমহলে আদৃত হবে বলে আমরা আশাবাদী।
মহান আল্লাহ সমগ্র মুসলিম উম্মাহ ও বাংলাভাষী মুসলমানদেরকে সুদ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমীন।
শহীদুল ইসলাম
নির্বাহী পরিচালক
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার