ড. রহমান হাবিব
ইসলামী আইন ও বিচার
বর্ষ : ১২ সংখ্যা : ৪৮
অক্টোবর – ডিসেম্বর : ২০১৬
সারসংক্ষেপ
মহাগ্রন্থ আল-কুরআন এমন এক বিস্ময়কর গ্রন্থ, যাতে সকল জ্ঞান-বিজ্ঞানের মূলতত্ত্ব নিহিত আছে। নৃবিজ্ঞান একটি আধুনিক বিদ্যা হওয়া সত্ত্বেও কুরআনে এ বিদ্যার মৌলিক ধারণা বর্ণিত হয়েছে। প্রচলিত অর্থে নৃবিজ্ঞানের পরিচয়, দৈহিক নৃবিজ্ঞান, সামাজিক ও সাংস্কৃতিক নৃবিজ্ঞানের বৈশিষ্ট্য, নৃবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞান, জীববিজ্ঞান ও মনোবিজ্ঞানের সম্পর্ক, নৃবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, জাতিতত্ত্ব, ফোকলোর এবং প্রাগৈতিহাসিক প্রতœতত্ত্বের পারস্পরিকতা, উপনিবেশবাদ ও আন্তর্জাতিকতাবাদ, নৃবিজ্ঞান ও ধর্ম ইত্যাদি বিষয়ের আলোচনা ও এ সম্পর্কে কুরআনের দৃষ্টিভঙ্গি বর্ণনার উদ্দেশ্যে আলোচ্য প্রবন্ধটি প্রণীত হয়েছে। বর্ণনা ও বিশ্লেষণমূলক পদ্ধতিতে রচিত এ প্রবন্ধ থেকে প্রমাণিত হয়েছে যে, আল-কুরআন নৃবিজ্ঞানের যে ধারণা দিয়েছে তা পরিপূর্ণ ও মানব জীবনের সকল দিককে আন্তর্ভুক্তকারী। কুরআনের সঙ্গে নৃবিজ্ঞানের সম্পর্ক বিষয়ক লেখা যেহেতু বিরলদৃষ্ট, সেহেতু প্রবন্ধে বর্ণিত জ্ঞানের নতুনত্বের দিকে পাঠককে অগ্রসর করবে এবং জ্ঞানের নৈতিকতা প্রতিষ্ঠা দেবে বলে আমি মনে করি।
মূলশব্দ: আল-কুরআন; নৃবিজ্ঞান; দৈহিক নৃবিজ্ঞান; জাতিতত্ত্ব; ফোকলোর।
এই প্রবন্ধটি সংগ্রহের জন্য ভিজিট করুন http://www.islamiainobichar.com/index.php/iab/article/view/11