বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার
বাংলাদেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত হওয়া সত্ত্বেও দেশটি এখনো ঔপনিবেশিক আমলের ব্রিটিশ আইন-কানুনের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। বিগত আড়াইশ বছর থেকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী আইনের অনুপস্থিতির ফলে মুসলিম মানস ও জীবনধারায় অনেক অনাকাক্সিক্ষত পরিবর্র্তন সূচিত হয়েছে। দীর্ঘকাল ইসলামী আইনের চর্চা না থাকায় এর প্রয়োগ ক্ষমতা ও কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ফলে ইসলামী আইন সম্পর্কে বিভ্রান্তিকর প্রচারণা ক্রমেই জোরদার হচ্ছে। ইসলামী আইন ও তার গতিশীলতা সম্পর্কে মুসলিমদের মধ্যেও বৃদ্ধি পাচ্ছে অজ্ঞতা।
এমতাবস্থায় প্রচলিত ও ইসলামী উভয় আইনে পারদর্শী লোকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আধুনিক সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জকে সামনে রেখে ইসলামী আইনের উপযোগিতা ও প্রায়োগিক ক্ষমতা উপস্থাপন করার প্রয়োজন দেখা দিয়েছে। ইসলামী আইন ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সকল নাগরিকের মধ্যে ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সক্ষম। এটা কেবল কোন মুসলিমের বিশ্বাস নয়, এ ব্যাপারে মুসলিমদের রয়েছে গৌরবোজ্জ্বল অতীত।
সোনালী অতীতের আলোকে সমৃদ্ধ আগামী গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ১৯৯৫ সালে ‘বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার’ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার, বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত এবং নিজস্ব অর্থায়নে পরিচালিত সম্পূর্ণ অলাভজনক একটি গবেষণা ও আইন সহায়তা দানকারী প্রতিষ্ঠান।
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- পরিচিতি