আকুল আবেদন
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার– আইন ও বিচার ব্যবস্থার ইসলামী আদর্শ সম্পর্কে গবেষণা ও প্রকাশনাসহ কল্যাণমূলক নানামুখি কাজ করছে। বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত ও অনুমোদিত এই গবেষণা প্রতিষ্ঠান আইন গবেষণা সম্পর্কে অর্ধ শতাধিক সেমিনার, ৩০টি ডকুমেন্টারি গ্রন্থ প্রণয়ন এবং ১৮ বছর যাবৎ “ইসলামী আইন ও বিচার” নামে একটি গবেষণা জার্নাল প্রকাশ করছে; যা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গবেষণা জার্নাল হিসেবে স্বীকৃত। তাছাড়া জার্নালটি আন্তর্জাতিক মান রক্ষা ও সর্বশেষ গবেষণা পদ্ধতি অনুসরণ করায় বাংলাভাষার একমাত্র জার্নাল হিসেবে Google Scholar ও পোল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক জার্নাল রেটিং প্রতিষ্ঠান Index Copernicus এর ICI Journals Master List -এ ইনডেক্সভুক্ত হয়েছে এবং আরও কয়েকটি রেটিং প্রদানকারী সংস্থায় বিবেচনাধীন রয়েছে। বাংলাদেশের প্রথিতযশা শিক্ষাবিদ, আইনবিদ ও উলামায়ে কিরাম এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। এই সংস্থা “ইসলামী আইন বিশ্বকোষ” প্রকাশনাসহ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। ইতোমধ্যে “ইসলামের পারিবারিক আইন” নামে ইসলামী ফিকহ্ বিশ্বকোষ-এর দুটি খণ্ড ও ইসলামের ব্যবসায় ও বাণিজ্য আইন নামে আরো ৪টি খণ্ড এবং বিশ্বখ্যাত মনীষীদের রচনায় ইসলামী আইন নামও ২ট খণ্ড প্রকাশিত হয়েছে। ব্যবসা-বাণিজ্য বিষয়ক আরো ১টি খণ্ড-সহ অন্যান্য বিষয়ে ৬টি গুরুত্বপূর্ণ গ্রন্থের কাজ সম্পন্ন হয়েছে এবং আরো ৮টি গ্রন্থ রচনার কাজ চলছে।
গবেষণার পাশাপাশি এই সংস্থা বিনা বিচার আটক বন্দিদের মুক্তির ব্যাপারে আইনী সহায়তা দিয়ে আসছে। মানবিক সেবা কাজে নিবেদিত সংস্থাটির পাবলিকেশন্স ছাড়া অন্য কোন আয়ের উৎস নেই। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দেয়া আপনার ও আপনার বন্ধু-পরিজনদের সাহায্য-সহযোগিতাই সংস্থার চালিকাশক্তি।
ইসলাম তথা শান্তিময় জীবনব্যবস্থার দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দেয়া এবং ইসলামী আইন ও অনুশাসনের প্রতি বর্তমান প্রজন্মকে আগ্রহী করে তোলার এই মহতী কাজে ইনফাক ফী সাবিলিল্লাহ তথা আল্লাহর পথে ব্যয়ের প্রেরণায় শরিক হওয়া প্রত্যেক ঈমানদার ভাই-বোনের কর্তব্য। তাই আপনার যাকাত বা দানের একাংশ প্রদান করে দীনের এ মহতী অভিযাত্রাকে আরো বেগবান করার আবেদন করছি। একাজে আপনার প্রতিনিধিত্বশীল ভূমিকা একান্তকাম্য।
মা’আস্সালাম
সার্বিক যোগাযোগ
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার
৫৫/বি, পুরানা পল্টন, নোয়াখালী টাওয়ার
সুট-১৩/বি, লিফট-১২, ঢাকা-১০০০
ফোন : ০২-২২৩৩৫৬৭৬২, ০১৭৬১-৮৫৫৩৫৭ (বিকাশ পার্সোনাল)
E-mail : islamiclaw_bd@yahoo.com
একাউন্ট নং
Bangladesh islamiclaw research and legal aid centre
IBBL Paltan branch, MSA-20502060201105104