লক্ষ ও উদ্দেশ্য
০১. আধুনিক সমাজ ও রাষ্ট্রের চ্যালেঞ্জকে সামনে রেখে ইসলামী আইন ও তার প্রায়োগিক উপযোগিতা উপস্থাপন করা;
০২. ইনসাফ নিশ্চিত করার লক্ষ্যে প্রচলিত আইন ও বিচার ব্যবস্থা সংস্কারের সুপারিশ করা;
০৩. অসহায় ও নির্যাতিতদের আইনী সহায়তা প্রদান;
০৪. মহান আল্লাহ ও তাঁর রাসূল স. আনীত বিধান অনুসরণে গণমানুষকে উদ্বুদ্ধ ও উৎসাহিত করা;
০৫. উপর্যুক্ত লক্ষ্যসমূহ অর্জনের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করা।
কর্মসূচি
০১. দেশের প্রচলিত আইন ব্যবস্থায় পারদর্শী আইনবিদ ও ইসলামী আইনে পারদর্শী উলামায়ে কেরামকে সেন্টারের সাথে সংশ্লিষ্ট করা;
০২. প্রচলিত ব্রিটিশ আইন ও ইসলামী আইনের তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে ইসলামী আইনের শ্রেষ্ঠত্ব ও যৌক্তিকতা বিশ্লেষণ এবং তার প্রয়োগের দিক নির্দেশ করা;
০৩. আধুনিক সমস্যাবলী চিহ্নিতকরণ এবং ইসলামের আলোকে এগুলোর সমাধান উদ্ভাবন করা;
০৪. ইসলামী আইনের ওপর গবেষণা করে সময় উপযোগী ফিচার, সাময়িকী, পত্রিকা, পুস্তিকা এবং আইনগ্রন্থ রচনা ও প্রকাশ করা;
০৫. আরবী, ফার্সী, উর্দু, ইংরেজী থেকে ইসলামী আইন ও শরীয়াহ সম্পর্কিত মূল্যবান জ্ঞানগর্ভ গ্রন্থাবলী বাংলায় অনুবাদ ও প্রকাশ করা;
০৬. বিশ্বের বিভিন্ন দেশে ইসলামী আইনের উপর যে সমস্ত কাজ হচ্ছে এবং হয়েছে সেগুলো সংগ্রহ করে বাংলায় প্রকাশ করা;
০৭. বাংলা, ইংরেজী, আরবী, ফার্সী, উর্দু ভাষায় রচিত মূল্যবান বই ও জার্নালের সমন্বয়ে একটি সমৃদ্ধ লাইব্রেরি গড়ে তোলা;
০৮. ইসলামী আইন ও শরীয়ার ওপর এক দল গবেষক এবং পারদর্শী লেখক ও উপস্থাপক তৈরি করা;
০৯. দেশ-বিদেশের ইসলামী আইন বিশেষজ্ঞ ও গবেষকদের নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজন করা;
১০. নারী ও শিশু নির্যাতনের কারণ নির্ণয়, নারী নির্যাতন রোধ এবং নারী ও শিশু অধিকার সুরক্ষায় ইসলামী বিধি-বিধানকে সুস্পষ্ট করে তুলে ধরা;
১১. মানবাধিকার বঞ্চিত দুঃস্থ ও অসহায়দের বিনামূল্যে আইনী সহায়তা প্রদান;
১২. মাদকাসক্তি, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, যৌতুক ইত্যাদি সামাজিক ব্যাধি দূরীকরণে জনগণকে সতর্ক ও অবগত করার পাশাপাশি সাধারণ মানুষকে এ কাজে সম্পৃক্ত করা;
১৩. কারা ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে কয়েদী ও হাজতীদের অধিকার সম্পর্কে ইসলামের বিধি-বিধান উপস্থাপন করা।
পরিকল্পনা
০১. ইসলামী আইন সম্পর্কে সামগ্রিক গবেষণার জন্য একটি সমৃদ্ধ লাইব্রেরি প্রতিষ্ঠা করা;
০২. ইসলামী আইনের পক্ষে গণ-সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে সেমিনার, সিম্পোজিয়াম ও সম্মেলন অনুষ্ঠান এবং ইলেক্ট্রনিক, প্রিন্টিং ও সামাজিক প্রচার মাধ্যমে প্রচারণা জোরদার করা;
০৩. কোন ঘটনাকে কেন্দ্র করে ইসলামী আইনের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার প্রতিরোধে প্রয়োজনে তদন্তকারী প্রতিনিধি প্রেরণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সাথে যোগাযোগ করে প্রকৃত সত্য উদ্ঘাটন করা;
০৪. প্রচলিত আইন ও প্রশাসনিক রীতি পদ্ধতির ত্র“টি তুলে ধরা এবং গবেষণামূলক পর্যালোচনার মাধ্যমে সকল প্রকার সামাজিক ব্যাধির প্রতিষেধক নির্ণয় করা ও পরামর্শ প্রদান;
০৫. মানবাধিকার বিশেষ করে নারী ও শিশু অধিকার সংরক্ষণের ক্ষেত্রে অন্যান্য ধারণার সাথে ইসলামী ধারণার তুলনামূলক পর্যালোচনা করে বই, বুকলেট, ডকুমেন্টারি ইত্যাদি প্রকাশ করা;
০৬. ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণে ইসলামী বিধি-বিধানের ভূমিকা সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করা;
০৭. বিদ্যমান আদালতগুলোতে মামলার চাপ কমানো এবং পারিবারিক ও সামাজিক বিরোধের সহজ সমাধানের জন্য ইসলামী আইনের আলোকে সালিশীবোর্ড গঠনের জন্য সরকারি অনুমোদন লাভের ব্যবস্থা করা;
০৮. বিদ্যমান বিচার ব্যবস্থায় বিচারপ্রার্থীদের দুর্ভোগের কারণ নির্ণয় এবং তা দূরীকরণে ইসলামের আলোকে পথ নির্দেশ করা;
০৯. উপরে উল্লিখিত গবেষণা ও তথ্য-ভিত্তিক আলোচনা পর্যালোচনার ফলাফল সম্পর্কে জনসমাজকে অবহিত করার জন্য নিয়মিত ত্রৈমাসিক, মাসিক, সাপ্তাহিক পত্রিকা, বুলেটিন এবং তথ্যভিত্তিক ডকুমেন্টারি প্রকাশ করা;
১০. একটি ইসলামী আইন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। সেই সঙ্গে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোর পাঠ্যসূচিতে ইসলামী আইন সংযুক্ত করার সুপারিশ করা;
১১. সেন্টারের পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স প্রতিষ্ঠা করা।