“দিনব্যাপী গবেষণা প্রশিক্ষণ ও সনদ প্রদান অনুষ্ঠান” প্রধান অতিথি বলেন-
ইসলামাইজেশন করতে হলে নবীনদের গভীর গবেষণায় মনোনিবেশ করতে হবে।
বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে ২৬ জুলাই ২০২৫ শনিবার, ল’ রিসার্চ অডিটোরিয়ামে ‘ইসলামিক রিসার্চ ওয়ার্কশপ’ ২য় ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা সমাপনান্তে সনদ প্রদান করা হয়।
সংস্থার নির্বাহী পরিচালক জনাব শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সনদপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. হাসিনা শেখ। বিশেষ অতিথি ছিলেন আদল এডভাইজরি মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও ড. মুফতী ইউসুফ সুলতান।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাহাদী হাসান, ড. জাহিদুজ্জামান এবং ড. মোহাম্মদ নাছের উদ্দিন। উক্ত কর্মশালার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নবীন গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর হাসিনা শেখ বলেন,নীতিবোধ ও নৈতিকতা না থাকলে কোন জাতির সামগ্রিক উন্নয়ন সম্ভব হয় না। ইসলাম নৈতিকতার দীক্ষা দেয়। ব্যাংকিং, বাণিজ্য, বিচার, প্রশাসন, উন্নয়ন রাষ্ট্রের সব ক্ষেত্র টেকসই ও স্থিতিশীল তথা ইসলামাইজেশন অব ল’ করতে হলে একাডেমিক গবেষণার মাধ্যমেই কর্মকৌশল বের করতে হবে। আর নবীন গবেষকরাই হবেন আধুনিক গবেষণার পথিকৃৎ।
ড. মুফতি ইউসুফ সুলতান বলেন, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা ও জাতীয় উন্নয়ন স্থিতিশীল করতে হলে ইসলামের নির্দেশনা অবলম্বন করতে হবে। সেই নির্দেশনা প্রয়োগযোগ্য করতে গবেষণার বিকল্প নেই। ফলপ্রসূ গবেষণা করতে সরকার ও দেশের বিত্তবানদের ইসলামী গবেষণায় পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে হবে।


