Loading Events

« All Events

  • This event has passed.

আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান মুসলিমদের চর্চা : পরিপেক্ষিত বাংলাদেশ

يناير 9 @ 8:00 ص - 6:00 م
ইসলাম জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথনির্দেশ করে
৯ জানুয়ারি ২০২৫ সন্ধ্যায় “বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার”-এর উদ্যোগে “আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান মুসলিমদের চর্চা : পরিপেক্ষিত বাংলাদেশ” শীর্ষক একটি একাডেমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান প্রবীন ব্যাংকার নুরুল ইসলাম খলিফার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ও আইবিসিএফ এর চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান। কিনোট প্রেজেন্টেশন উপস্থাপন করেন, ইউনির্ভাসিট অব নর্থ ক্যারোলিনা, পেমব্রোক, মার্কিন যুক্তরাষ্ট্র-এর সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ নোমান। আলোচনা করেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মোঃ বেলায়েত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সাবের আহমেদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক, বিশিষ্ট শরীআহ গবেষক মুফতি আব্দুল্লাহ মাসুম,সেন্ট্রাল শরীআহ বোর্ড-এর সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আব্দুল্লাহ শরীফ, বিশিষ্ট ব্যাংকার জিল্লুর রহমান পাটোয়ারী ও এম জাওয়াদুল হক, আকিজ ফুড এন্ড বেভারেজের এর সাবেক এমডি নাজির এ জিলানী, ব্যাংকার ও গবেষক রহমাতুল্লাহ খন্দকার ।
আরো উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. নুরুল্লাহ, ড. ইব্রাহিম খলিল, ড. খাইরুল ইসলাম, ড. রেজাউল হোসাইন, মানারাত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ড. রুহুল আমিন রব্বানী, আইডিয়েল টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপাল ড. তারেক মুহাম্মদ জায়েদ,বিআইইউ এর সহকারি অধ্যাপক ইকবাল মাহমুদ সোহেল,সেন্ট্রাল শরীআহ বোর্ড এর প্রধান প্রশাসনিক কর্মকর্তা ড.সৈয়্যদ সাখাওয়াতুল ইসলাম ,আইবিসিএফ এর সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন, এড. সাজ্জাদ সারোয়ার, এড. আব্দুল করীমসহ অনেক গবেষক,শিক্ষাবিদ ও ব্যাংকার।
ড. আব্দুল্লাহ নোমান আর্থিক লেনদেনের ক্ষেত্রে আমেরিকান মুসলিমদের চর্চার চিত্র উপস্থাপন করে বলেন, আমেরিকার মোট জনগোষ্ঠীর দুইভাগের কম মুসলিম জনগোষ্ঠি, যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । বস্তুত মুসলিমরা অভিবাসী, তারা ইসলামের বিধি-বিধান সম্পর্কে সচেতন হয়ে ওঠছে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে শরীআহ অনুমোদিত প্রডাক্টের চাহিদা জোরালো হচ্ছে । তবে ব্যক্তিগত ও পারিবারিক ভাবে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে তারা ইসলামের চর্চার প্রতি মনোযোগী এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ড. নোমান আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমগণ সীমিত পরিসরে ইসলামিক ফাইন্যান্স প্রয়োগের সুযোগ পেয়ে থাকে। অপরদিকে বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্স এর ব্যাপক চর্চা করা সম্ভব হচ্ছে, যেহেতু এটি একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যেখানে বিপুল সংখ্যক ইসলামিক আর্থিক প্রতিষ্ঠান এবং শরীআহ সামঞ্জস্যপূর্ণ ফাইন্যান্সিয়াল সেবা রয়েছে।
সভাপতির ভাষণে জনাব নুরুল ইসলাম খলিফা বলেন, ইসলাম জ্ঞানভিত্তিক সমাজ গঠনের পথ নির্দেশ করে। সত্যিকার মুসলিম হতে হলে আমাদেরকে ইসলামী জ্ঞানে নিজেদের সমৃদ্ধ করতে হবে, জ্ঞানের নির্দেশনা ব্যক্তি ও সমাজ জীবনে প্রয়োগ করতে হবে।
তিনি আরো বলেন, আমেরিকান মুসলিমগণ জাগতিক জ্ঞান- বিজ্ঞানে অগ্রসর আর বাংলাদেশের মুসলিমগণ ব্যক্তি জীবনে ইসলাম চর্চায় অগ্রগামী। উভয় দেশের মুসলমানদের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরালো হলে সবাই উপকৃত হবে। জনাব নুরুল ইসলাম খলিফা আরো বলেন,ইসলামী আইনের সর্বজনীন কল্যাণ ও উপকারিতা জনসম্মুখে তোলে ধরার জন্য এবং ইসলামী জ্ঞানভিত্তিক সমাজ বির্নিমাণে ল’ রিসার্চ সেন্টার খুবই গুরুত্বপূর্ণ কাজ করছে,এই কার্যক্রম আরো জোরদার করার জন্য তিনি বিত্তবান দীনদার ব্যক্তি প্রতিষ্ঠানের কর্ণধারদের এগিয়ে আসার অনুরোধ করেন।
প্রধান অতিথির আলোচনায় জনাব আব্দুল মান্নান বলেন, মার্কিন মুসলমানদের মধ্যে এখন একটা জাগরণ এসেছে। তারা পরিপূর্ণ ইসলামী জীবনযাপনের প্রতি মনোযোগী হচ্ছে। জাগতিক জ্ঞানের দিক থেকে তারা যেমন অগ্রসর হয়েছে ইসলামী শরীআহর জ্ঞান চর্চায়ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এমতাবস্থায় বাংলাদেশ ও আমেরিকার মুসলমানদের মধ্যে সামাজিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক বৃদ্ধি করতে পারলে উভয় দেশের মুসলমানরা আরো সমৃদ্ধ হবে।

Details

Date:
يناير 9
Time:
8:00 ص - 6:00 م
Website:
https://ilrcbd.org

Organizer

বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার
Phone
+8802 223356762
Email
islamiclaw_bd@yahoo.com
View Organizer Website

Venue

ল’ রিসার্চ অডিটোরিয়াম
55/B, Purana Paltan, Noakhali Tower, Suite-13/B, Lift-12,
Dhaka, 1000 Bangladesh
+ Google Map
Phone
+8802 223356762
View Venue Website
Scroll to Top