২ মাসব্যাপী এ্যাডভান্সড ইসলামিক রিসার্চ মেথডলোজি কোর্স-এর উদ্বোধন
অদ্য ০৬ডিসেম্বর ২০২৫ রোজ শনিবার, বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ এন্ড লিগ্যাল এইড সেন্টার-এর উদ্যোগে ল’রিসার্চ অডিটোরিয়ামে ২ মাসব্যাপী Advanced Course on Research Methodology in Islamic Studies কোর্সের ১ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর সিনিয়র আইনজীবি ও বাংলাদেশ ইসলামিক ল’ রিসার্চ সেন্টার-এর জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার মুহাম্মদ বেলায়েত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোর্স কোঅর্ডিনেটর ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী।
প্রশিক্ষণ কর্মশালায় প্রথম ক্লাসের প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ড. মোহাম্মদ নাছের উদ্দিন। উক্ত কর্মশালার ঢাকা, জগন্নাথ, চট্টগ্রাম, আইআইইউসি, মানারাত, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়াসহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক নবীন গবেষক অংশগ্রহণ করেন।

