মাকাসিদ আশ-শারিয়াহ / ড. মোঃ হাবীবুর রহমান

Spread the love

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। যার সামগ্রিক জীবনব্যবস্থা শান্তি ও মানবতার কল্যাণকে নিশ্চিত করে। মানবতার কল্যাণ বাস্তবায়নের জন্য মহান আল্লাহ যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ ও আসমানী গ্রন্থ নাযিল করেছেন; যাতে এ পৃথিবীতে মানুষ শান্তি প্রতিষ্ঠা এবং আখিরাতের অনন্ত জীবনে পরিত্রাণ পেতে পারে। প্রতিটি আসমানী গ্রন্থেই সমকালীন মানবসমাজকে সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব বিধিবিধান ছিল। এ বিধিবিধানই মূলত ‘শারীয়াহ’ হিসেবে আখ্যায়িত। যেমন নবী মূসা আ. এর শরীয়াত, নবী ঈসা আ. এর শরীয়াত, মুহাম্মদ স. এর শারীয়াত।

সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল মুহাম্মাদ স. এর আনীত জীবনবিধান ‘ইসলামী শারীয়াত’ হিসেবে পরিচিত। ইসলামী শারীয়াত মানবকল্যাণ নিশ্চিতকরণ ও মানুষের মৌলিক অধিকারসমূহ সংরক্ষণ করতে সর্বাধিক গুরুত্বারোপ করেছে। যেসব মৌলিক অধিকার সংরক্ষণের মাধ্যমে মানবকল্যাণ নিশ্চিতকরণের এই মহান লক্ষ্য সাধিত হবে সেগুলোর সমষ্টিকে ইসলামী আইন দর্শনের ভাষায় ‘মাকাসিদ আশ্-শারীয়াহ’ বা ‘ইসলামী শরীয়তের মৌলিক উদ্দেশ্য’ অথবা ‘শারীয়াহ মাকাসিদ’ (Objectives of Islamic Law) বলা হয়। এ বিষয়টি বর্তমান বিশ্বের একাডেমিক অঙ্গনে একটি বহুল পঠিত ও আলোচিত বিষয় হিসেবে গণ্য।

প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে মাকাসিদ আশ্-শারীয়াহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী আইনে পারদর্শিতা অর্জন, অগ্রাধিকার নির্ধারণ, বিধি-বিধানের নিগুঢ় তত্ত্ব উদঘাটন, আধুনিক বিষয়ের বিধান উদ্ভাবন, মানবকল্যাণের রূপরেখা প্রণয়নসহ সর্ব ক্ষেত্রেই মাকাসিদ এক অপরিহার্য অনুষঙ্গ।

মুসলিম উম্মাহর সামগ্রিক সমস্যা, চাহিদা ও করণীয় নির্ণয়ে গভীরভাবে মাকাসিদ উপলব্ধি না করার কারণে মুসলিম উম্মাহর সমস্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এ জ্ঞানের অভাবে আজ মুসলিম সমাজের অনেকে ইসলামকে আচার-অনুষ্ঠান সর্বস্ব ধর্ম মনে করছে। আবার এ বিষয়টি আমাদের দেশে প্রাতিষ্ঠানিক ইসলাম শিক্ষার পাঠ্য বিষয় হিসেবে অন্তর্ভুক্ত না হওয়ায় অনেক চিন্তাবিদ ও গবেষক সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান উদ্ভাবনে টেকসই প্রস্তাবনা দিতে ব্যর্থ হচ্ছেন। মাকাসিদ আশ্-শারীয়াহ এর যথার্থ উপলদ্ধির মাধ্যমে বিরোধপূর্ণ বিষয়ের সুন্দর সমাধান সম্ভব। কেননা শাখা-প্রশাখাগত মাসআ’লার বিভিন্নতা ইসলামী শরীয়াহ এর মধ্যে যতটা না গুরুত্বপূর্ণ, তার চেয়ে শতগুণ গুরুত্বপূর্ণ হচ্ছে শরীয়াহ এর উদ্দেশ্য ও লক্ষ্য বাস্তবায়ন।

মাকাসিদ আশ্-শারীয়াহ এর এমন বহুমুখী গুরুত্বের কারণে বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামী আইন, ফিকহ, উসূলুল ফিকহ, শারীয়াহ, ইসলামিক স্টাডিজ ইত্যাদি বিভাগে মাকাসিদ আশ-শারীয়াহ একটি আবশ্যিক বিষয় হিসেবে পঠিত হচ্ছে। সমসাময়িক স্কলারগণ এ বিষয়ে গবেষণাপ্রসূত বই-পুস্তক রচনা করছেন। এরই ধারাবাহিকতায় ড. মোঃ হাবীবুর রহমান বাংলা ভাষায় একাডেমিক আলোচনাসমৃদ্ধ এ গ্রন্থটি রচনা করেছেন। “কিয়ামত পর্যন্ত ইসলামী শরীয়াতের প্রতিটি বিধান কল্যাণকর এবং যুগজিজ্ঞাসার সকল জবাব ইসলামী শরীয়াতে রয়েছে” একথা যারা বিশ্বাস করেন এবং যারা এটি যাচাই করতে চান এমন সকল উৎসাহী পাঠক, গবেষক ও সকল শ্রেণি ও পেশার মানুষের জন্যেই এ গ্রন্থ উপযোগী। বিশেষ করে মাকাসিদ আশ্-শারীয়াহ বিষয়ক অধ্যয়ন ও পঠন-পাঠনে এ গ্রন্থ পথ প্রদর্শকের ভূমিকা পালনে সক্ষম হবে বলে আমাদের বিশ্বাস।

মহান আল্লাহ আমাদের এ প্রচেষ্টাকে কবুল করুন এবং লেখকসহ সংশ্লিষ্ট সকলকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন।

বিস্তারিত জানতে দেখুন-মাকাসিদ আশ্-শারীয়াহ সূচিপত্র

Scroll to Top